Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাগরতীরে ভেসে এল যুবকের অর্ধগলিত লাশ

স্পেশাল করেসপন্ডেন্ট
২০ জুলাই ২০২২ ২১:২৩

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় বঙ্গোপসাগর উপকূল থেকে অর্ধগলিত অবস্থায় এক যুবকের লাশ উদ্ধার করেছে নৌ পুলিশ।

বুধবার (২০ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার সৈয়দপুর ইউনিয়নের ৬ নম্বর পশ্চিম সৈয়দপুর ওয়ার্ডে বেড়িবাঁধ থেকে লাশটি উদ্ধার করা হয়।

যুবকের বয়স আনুমানিক ২৫ বছর। তার পরিচয় এখনও শনাক্ত করা যায়নি বলে জানিয়েছেন চট্টগ্রাম নৌ পুলিশের কুমিরা ফাঁড়ির পরিদর্শক মো. একরাম উল্লাহ।

তিনি বলেন ‘সাগরে জোয়ারের পানিতে লাশটি ভেসে উপকূলের দিকে আসে। ওই এলাকায় কর্তব্যরত আনসার সদস্যদের কাছ থেকে খবর পেয়ে সন্ধ্যায় লাশটি উদ্ধার করা হয়। যুবকের পরনে প্যান্ট ও হাতে একটি বেসলেট ছিল। লাশটি পানিতে পঁচে ফুলে গেছে। তবে কীভাবে মৃত্যু হয়েছে সেটা জানা যায়নি।’

লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে পুলিশ পরিদর্শক একরাম উল্লাহ জানান।

সারাবাংলা/আরডি/পিটিএম

যুবক লাশ সাগরতীর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর