টঙ্গীতে ট্রাকচাপায় মোটরসাইকেল চালক নিহত
২০ জুলাই ২০২২ ২১:০৬ | আপডেট: ২০ জুলাই ২০২২ ২১:০৯
গাজীপুর: জেলার টঙ্গীতে ট্রাক চাপায় এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। বুধবার (২০ জুলাই) বিকেল চারটার দিকে টঙ্গী-কালীগঞ্জ আঞ্চলিক সড়কের সিলমুন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ওই ব্যক্তির নাম আলাল সরকার (৩৮)। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্চারামপুর থানার হরিকান্দি গ্রামের মৃত লিচু মিয়ার ছেলে। আলাল গাজীপুর মহানগরীর পূবাইলের হায়দরাবাদ এলাকায় বাস করতেন বলে জানা গেছে।
পুলিশ জানায়, বুধবার বিকেলে আলাল মোটরসাইকেল যোগে টঙ্গী-কালীগঞ্জ সড়কের সিলমুন এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে আসা টঙ্গীগামী একটি ড্রাম ট্রাক টঙ্গীগামী মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এ সময় মোটরসাইকেল চালক পড়ে গিয়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা ট্রাকটি আটক করে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ট্রাকটি আটক করে থানায় নিয়ে যায়।
টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাসুদ বলেন, লাশটি উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
সারাবাংলা/এনএস