Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্কুল ছাত্রকে পানিতে চুবিয়ে হত্যা, ৩ বন্ধু গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২০ জুলাই ২০২২ ১৮:৪৯

গাইবান্ধা: জেলার সুন্দরগঞ্জ উপজেলায় অষ্টম শ্রেণির শিক্ষার্থী শাহরিয়ার রহমান শিহাব (১৫) হত্যার রহস্য উদঘাটন করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত তার তিন বন্ধুকে গ্রেফতার করছে পুলিশ ।

বুধবার (২০ জুলাই) দুপুরে গাইবান্ধা পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে জেলার পুলিশ সুপার (এসপি) মুহাম্মদ তৌহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

গ্রেফতার হওয়া তিন বন্ধু হলো- উপজেলার মধ্য শান্তিরাম গ্রামের আতাউর রহমানের ছেলে আব্দুর রাজ্জাক ওরফে সুমন (১৫), শান্তিরাম গ্রামের মঞ্জু মিয়ার ছেলে জিন্না মিয়া (১৬) ও একই গ্রামের ফরিদুল ইসলামের ছেলে বাদশা মিয়া (১৪)। তারা তিনজন স্থানীয় বেলকা এমসি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী।

ওই সংবাদ সম্মেলনে বলা হয়, ৫০ লাখ টাকা মুক্তিপণের আশায় ইদের দুই সপ্তাহ আগে সুমন, জিন্না ও বাদশা তিন বন্ধু পূর্ব বেলকা গ্রামের আনিছুর রহমানের ছেলে এবং একই বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী শাহরিয়ার রহমান শিহাবকে অপহরণের পরিকল্পনা করে। সে মোতাবেক গত ১৪ জুলাই রাত ৯টার দিকে শিহাবকে বাড়ি থেকে ডেকে বেলকা এমসি উচ্চ বিদ্যালয়ের পিছনে নিয়ে যায় তিন বন্ধু। পরে পরিকল্পনা অনুযায়ী একটি মোটরসাইকেলে জিন্না ও সুমন নিহত শিহাবকে ফুসলিয়ে সিচা বাজারে নিয়ে যায়। পরে সেখানে বাদশাও একত্রিত হয়। এরপর তিনবন্ধু মিলে জুসের সঙ্গে ঘুমের ট্যাবলেট মিশিয়ে শিহাবকে জোরপূর্বক পান করায়। বাধা দেওয়ায় শিহাবের মাথায় ইট দিয়ে আঘাত করে সুমন। এরপর শিহাব সেখানে অচেতন হয়ে পড়ে।

পরে সেখান থেকে একটি মোটরসাইকেলে করে তিন বন্ধুসহ শিহাবকে তুলে নিয়ে যায় ধুবনি গ্রামের একটি ভাড়া বাড়িতে। সেখানে বাড়ির মালিক বিষয়টি বুঝতে পেরে তাদের বাড়ি থেকে তাড়িয়ে দেন। এরপর শিহাবকে মোটরসাইকেলে করে নেওয়া হয় তিস্তা নদীর লাল চামার খেয়াঘাটে। সেখানে গিয়ে মুক্তিপণের বদলে শিহাবকে হত্যার পরিকল্পনা করে তারা। সে মোতাবেক নদীর পাড়ে নিয়ে শিহাবকে বস্তাবন্দি করে তিন বন্ধু মিলে চুবিয়ে চুবিয়ে তাকে হত্যা করে। এরপর লাশ নদীতে ফেলে নিজ নিজ বাড়িতে চলে যায় তারা। ঘটনার পরদিন গত ১৫ জুলাই নিহত শিহাবের মরদেহ নদী থেকে উদ্ধার করে পুলিশ। পরদিন ১৬ জুলাই মৃতের বাবা আতাউর রহমান অজ্ঞাত আসামি করে থানায় হত্যা মামলা করেন বলে ওই সম্মেলনে উল্লেখ করা হয়।

বিজ্ঞাপন

এ বিষয়ে এসপি মুহাম্মদ তৌহিদুল ইসলাম বলেন, ‘এটা একটি চাঞ্চল্যকর হত্যাকাণ্ড। হত্যায় সরাসরি জড়িত তিন কিশোরকে গ্রেফতার করা হয়েছে। তারা প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করেছে। আজ (বুধবার) বিকেলে গ্রেফতার তিনজনকে আদালতে নেওয়া হবে।’

সারাবাংলা/এনএস

গাইবান্ধা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর