Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যৌন নিপীড়নের অভিযোগ দিতে ‘বাধা’: চবি ছাত্রলীগ সভাপতিকে শোকজ

চবি করেসপন্ডেন্ট
২০ জুলাই ২০২২ ১৭:৩৯ | আপডেট: ২০ জুলাই ২০২২ ১৭:৪১

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) যৌন নিপীড়নের শিকার এক ছাত্রীকে প্রক্টরের কাছে অভিযোগ জমা দিতে বাধা দেওয়ার অভিযোগে চবি ছাত্রলীগের সভাপতি রেজাউল হক রুবেলকে কেন্দ্র থেকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে। কেন্দ্রীয় ছাত্রলীগ তাকে তিন দিনের মধ্যে কারণ দর্শাতে বলেছে।

মঙ্গলবার (১৯ জুলাই) রাতে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি আল-নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের সই করা এক বিজ্ঞপ্তিতে শোকজের এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞাপন

চবি ছাত্রলীগের সভাপতি রেজাউল হক রুবেল শাটল ট্রেনের বগিভিত্তিক সংগঠন চুজ ফ্রেন্ডস উইথ কেয়ার (সিএফসি) গ্রুপের নেতা।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শৃঙ্খলা পরিপন্থী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে বাংলাদেশ ছাত্রলীগ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা সভাপতি রেজাউল হক রবেল বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না- তার লিখিত জবাব আগামী তিন কার্যদিবসের মধ্যে কেন্দ্রীয় দফতর সেলে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হলো।

তবে এ বিষয়ে রেজাউল হক রুবেলের বক্তব্য পাওয়া যায়নি।

এর আগে, গত রোববার (১৭ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রীতিলতা হল এলাকায় এক ছাত্রীকে যৌন নিপীড়নের পর আপত্তিকর ভিডিও ধারণের অভিযোগ ওঠে। ভুক্তভোগী ওই ছাত্রী পরদিন বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের কার্যালয়ে এই বিষয়ে অভিযোগ দিতে গেলে চবি ছাত্রলীগের সভাপতি রেজাউল হক রুবেল বাধা দেন বলেও অভিযোগ এসেছে।

এদিকে, ছাত্রী নিপীড়নের ঘটনার পর বুধবার (২০ জুলাই) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ রাত ১০টার মধ্যে ছাত্রীদের হলে প্রবেশের বাধ্যবাধকতা জারি করেছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/সিসি/পিটিএম

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ টপ নিউজ সভাপতি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর