Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘সিইসি একেবারে সঠিক কথা বলেছেন’

স্পেশাল করেসপন্ডেন্ট
২০ জুলাই ২০২২ ১৭:০৪ | আপডেট: ২০ জুলাই ২০২২ ২০:২২

ঢাকা: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ‘একেবারে’ সঠিক কথা বলেছেন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

বুধবার (২০ জুলাই) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে ‘আপত্তিকর’ বক্তব্য দেওয়ার প্রতিবাদে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি এ বিক্ষোভ সমাবেশ আয়োজন করে।

বিজ্ঞাপন

মির্জা আব্বাস বলেন, ‘কাদের সাহেব (আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের) বলেছেন, বিএনপি নির্বাচনে না এলে কিছু আসে যায় না। সিইসি বলেছেন, বিএনপি ছাড়া নির্বাচন হবে না।’

“সিইসি একেবারে সঠিক কথা বলেছেন। আমি উনাকে অনুরোধ জানাব, আমাদের এই মিটিংয়ে এসে বলেন, ‘বিএনপি ছাড়া নির্বাচন হবে না’। এটা দেশের মানুষ বোঝে, সিইসি বোঝে। কিন্তু এই সরকার বোঝে না। কারণ, সরকার জানে নির্বাচনের কোনো প্রয়োজন নাই। নির্বাচন ছাড়াই তারা আবার ক্ষমতায় আসবে”— বলেন মির্জা আব্বাস।

বিএনপির এই শীর্ষ নেতা বলেন, ‘বিএনপির সঙ্গে ইসির সংলাপ ছিল, আমরা সংলাপে যাই নাই। আমরা নির্বাচন কমিশন বুঝি না, আমরা নির্বাচন কমিশন চিনি না। আমরা নির্বাচন কমিশন মানি না। আমরা চাই এই নির্বাচন কমিশন থাকবে না, এই পার্লামেন্ট থাকবে না। এই সংসদ ভেঙে দিয়ে নতুন এক সরকারের অধীনে নির্বাচন কমিশন হবে। সেই নির্বাচনে আমরা যাব।’

‘বিএনপিকে বার বার ডাকব’— সিইসির এমন বক্তব্যকে সাধুবাদ জানিয়ে তিনি বলেন, ‘আপনাকে সাধুবাদ জানাই। বিএনপিকে বার বার ডাকবেন এই কারণে, বিএনপিকে ছাড়া আপনি নির্বাচন করতে পারবেন না। সিইসি তো দূরের কথা। বাংলাদেশের কারও সাধ্য নাই বিএনপিকে ছাড়া নির্বাচন করা। যারা নির্বাচনে যাওয়ার চেষ্টা করবে, ভেতরে কিংবা বাইরে, দেশে কিংবা বিদেশে, তাদেরকে ছাড় দেওয়া হবে না। এই দুর্বৃত্ত সরকারকেও আমরা কোনো অবস্থাতে ছাড় দেব না।’

বিজ্ঞাপন

সরকারের উদ্দেশে মির্জা আব্বাস বলেন, ‘এখন বাংলাদেশের মানুষকে মাপ করে দিন। ক্ষমতা ছেড়ে সুষ্ঠু নির্বাচন দিন। সেই নির্বাচনে যদি আপনার জিতে আসেন, আপনাদের আমরা মাথায় করে নাচব। বিনা ভোটে ক্ষমতায় থাকবেন, এটা বাংলাদেশের মানুষ কোনো অবস্থাতেই মেনে নেবে না।’

তিনি বলেন, “যে বিষয়টি নিয়ে আজকে আমরা এখানে সমবেত হয়েছি, সেই বিষয়টি নিয়ে আসলে কথা বলা যায় না। কারণ, আমাদের নেতা তারেক রহমান সম্পর্কে আওয়ামী লীগের এক নেতা বাজে মন্তব্য করেছেন। এই বাজে মন্তব্য করা আওয়ামী লীগের খাসলত। এর আগে ‘টাকলা মুরাদও’ এ রকম বাজে মন্তব্য করেছে এবং ওদের অনেকেই আমার নেত্রী এবং আমার নেতা সম্পর্কে এ ধরনের বাজে কথা বলছে। আসলে এটা হলো আওয়ামী লীগের একটা কৌশল।”

‘মানুষ যখন বিদ্যুৎ পাচ্ছে না, পানি পাচ্ছে না, দ্রব্যমূল্য’র ঊর্ধ্বগতি- ঠিক তখন দেশের মানুষের দৃষ্টি অন্যদিকে সরানোর জন্য একটা কথা বলে দিল। কিন্তু বাংলাদেশের মানুষ এখন বোকা না। আমরা সব বুঝি। এসব উল্টা-পাল্টা কথা বলে মানুষের দৃষ্টি অন্যদিকে সরানো যাবে না’— বলেন মির্জা আব্বাস।

সরকারের উদ্দেশে তিনি বলেন, ‘ইতোমধ্যে আপানরা কী বলেছেন? ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিয়েছেন এবং বিদ্যুতের কোনো অভাব নাই। এই বিদ্যুতের জন্য কুইকরেন্টাল করেছেন। পানির মূল্য বৃদ্ধি করেছেন, তেলের মূল্য বৃদ্ধি করেছেন। সরকারি পর্যায়ে মূল্য বৃদ্ধি করা হয় না। ব্যবসায়ীরা কারসাজি করে মূল্য বৃদ্ধি করে। কিন্তু আমার দেশের সরকার নিজেই সব কিছুর মূল্য বৃদ্ধি করে। কয়েক দিন আগে তেলের মূল্য বৃদ্ধি করল, গ্যাসের মূল্য বৃদ্ধি করল। এই সমস্ত বিষয় থেকে মানুষের দৃষ্টি সরানোর জন্য তারা এসব (তারেক রহমানকে নিয়ে কটূক্তি) কথা-বার্তা বলছে।’

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালামের সভাপতিত্বে এবং সদস্য সচিব রফিকুল আলম মজনুর সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন বিএনপির সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল মোনায়েম মুন্না, বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু, ঢাকা মহানগর বিএনপির সদস্য ইশরাক হোসেন প্রমুখ।

সারাবাংলা/এজেড/পিটিএম

বিএনপি মির্জা আব্বাস সিইসি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর