জামালপুরে ৩২টি পরিবার পাবেন প্রধানমন্ত্রীর উপহারের ঘর
২০ জুলাই ২০২২ ১৬:৪১
জামালপুর: মুজিববর্ষের উপহার হিসেবে তৃতীয় পর্যায়ের দ্বিতীয় ধাপে ৩২টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমিসহ ঘর হস্তান্তর করা হবে। আগামীকাল বৃহস্পতিবার (২১ জুলাই) ভিডিও কনফারেন্সের মাধ্যমে এসব ঘর হস্তান্তর করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার (২০ জুলাই) দুপুরে সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক (ডিসি) শ্রাবস্তী রায় এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, মুজিব শতবর্ষ উপলক্ষে সারাদেশে ভূমিহীন গৃহহীন ২৬ হাজার ২২৯ টি পরিবারকে ৩য় পর্যায়ের (২য় ধাপে) জমিসহ গৃহ প্রদান করবেন প্রধানমন্ত্রী। তাদের জন্য ২ শতাংশ করে খাসজমি বন্দোবস্ত, কবুলিয়ত দলিল ও খতিয়ান প্রস্তুত করা হয়েছে। এ পর্যায়ে ঘর প্রতি বরাদ্দ দেওয়া হয় ২ লাখ ৫৯ হাজার টাকা।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মোখলেছুর রহমান, এলজিইডির নির্বাহী প্রকৌশলী সায়েদুজ্জামান সাদেক, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ আতিকুর রহমান ছানা ও উপজেলা নির্বাহী অফিসার (সদর) লিটুস লরেন্স চিরানসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতা ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
সারাবাংলা/এনএস