রাশিয়ার সঙ্গে ৪ হাজার কোটি ডলারের তেল চুক্তি করেছে ইরান
২০ জুলাই ২০২২ ১৫:৪৮
ঢাকা: রাশিয়ার সঙ্গে ৪ হাজার কোটি মার্কিন ডলারের জ্বালানি তেল চুক্তি করেছে ইরান। ইরানের জাতীয় তেল কোম্পানি ও রাশিয়ার জ্বালানি প্রতিষ্ঠান গ্যাজপ্রমের মধ্যে জ্বালানি সংক্রান্ত এ কৌশলগত সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
ইরানের রাজধানী তেহরানে প্রেসিডেন্ট পুতিন পৌঁছানোর আগেই এ চুক্তি স্বাক্ষরিত হয়। এ সহায়তা চুক্তির আওতায় ইরানের রাষ্ট্রীয় তেল কোম্পানিকে তেল ও গ্যাস উভয় ক্ষেত্রের উন্নয়ন এবং এলএনজি প্রকল্পের পাইপলাইন নির্মাণে সহায়তা করবে রাশিয়া।
ইরানের জাতীয় তেল কোম্পানি রাশিয়ার সঙ্গে এ চুক্তিকে এ যাবৎকালের সর্ববৃহৎ বলে আখ্যায়িত করেছে। ইরানের তেল ও জ্বালানি মন্ত্রণালয়ের নিজস্ব বার্তা সংস্থা ‘শানা’ এ খবর প্রকাশ করেছে। শানার খবরে বলা হয়, দুই দেশের জাতীয় কোম্পানির মধ্যে এ চুক্তি ভার্চুয়ালি স্বাক্ষরিত হয়।
ইরানের জাতীয় তেল কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মোহসেন খুজাস্তে মেহর এ ব্যাপারে বলেন, মার্কিন নিষেধাজ্ঞার মধ্যে এ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এতে প্রমাণিত হয়েছে যে, বিশ্ববাজার থেকে ইরানের তেলকে আলাদা করা সম্ভব নয়। ইরানের তেলের উপর বিশ্ব নির্ভরশীল, এ কারণেই ইরান বিশ্ব বাজারে একটি নিরাপদ ও স্থিতিশীল তেল রফতানিকারক দেশে পরিণত হয়েছে।
প্রসঙ্গত, গত ফেব্রুয়ারিতে প্রতিবেশী ইউক্রেনে হামলা চালায় রাশিয়া। এর পর থেকেই মস্কোর উপর একের পর এক অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করতে থাকে মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমা বিশ্ব। পাল্টা ব্যবস্থা হিসেবে রাশিয়াও শত্রুভাবাপন্ন দেশগুলোর বিরুদ্ধে নানা পদক্ষেপ নেয়। এর প্রভাবে মার্কিনবিরোধী দেশগুলোর সঙ্গে সখ্যতা বাড়াচ্ছে ক্রেমলিন।
সর্বশেষ, রাশিয়ার সঙ্গে রুবলে বাণিজ্য শুরু করেছে ইরান। মঙ্গলবার (১৯ জুলাই) আন্তর্জাতিক বাণিজ্যের জন্য রুশ মুদ্রা রুবলকে তালিকাভুক্ত করে তেহরান। উল্লেখ্য যে, যুদ্ধবিধ্বস্ত সিরিয়া ইস্যুতে সম্মেলনে যোগ দিতে তেহরান সফর করছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এ সম্মেলনে যোগ দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিস্যেপ তাইয়েপ এরদোগানও।
সারাবাংলা/আইই