চলতি অর্থবছরে রফতানি আয়ের লক্ষ্যমাত্রা ৬৭ বিলিয়ন ডলার
২০ জুলাই ২০২২ ১১:৪৫ | আপডেট: ২০ জুলাই ২০২২ ১৪:০৭
ঢাকা: চলতি ২০২২-২৩ অর্থবছরে রফতানি আয়ের লক্ষ্যমাত্রা ৬৭ বিলিয়ন ডলার নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। বুধবার (২০ জুলাই) বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই লক্ষ্যমাত্রার ঘোষণা দেন। এ সময় বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ উপস্থিত ছিলেন।
বাণিজ্যমন্ত্রী বলেন, চলতি ২০২২-২৩ অর্থবছরের সেবা খাতে সাড়ে ১২ শতাংশ প্রবৃদ্ধি ধরে রফতানি আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৯ বিলিয়ন মার্কিন ডলার। অন্যদিকে পণ্য খাতে রফতানি আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৫৮ বিলিয়ন মার্কিন ডলার। সব মিলিয়ে চলতি ২০২২-২৩ অর্থবছরের মোট রফতানি আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৬৭ বিলিয়ন ডলার। সামগ্রিকভাবে পণ্য ও সেবা খাত মিলে বিদায়ী অর্থবছরের তুলনায় চলতি অর্থবছরের রফতানি আয়ের প্রবৃদ্ধি ধরা হয়েছে ১০ দশমিক ১০ শতাংশ।
তিনি বলেন, সদ্য শেষ হওয়া ২০২১-২২ অর্থবছরে আমাদের রফতানি আয়ের লক্ষ্যমাত্রা ছিল ৫১ বিলিয়ন ডলার। লক্ষ্যমাত্রার বিপরীতে রফতানি হয়েছে ৬০.০৮ বিলিয়ন মার্কিন ডলার।
বাণিজ্যমন্ত্রী বলেন, ২০২১-২২ অর্থবছরে পণ্য খাতে রফতানি আয় পূর্ববর্তী অর্থবছরের তুলনায় ৩৪ দশমিক ৩৮ প্রবৃদ্ধি হয়েছে। সাময়িক হিসাব অনুযায়ী পণ্য খাতে ৪৩ দশমিক ৫ বিলিয়ন মার্কিন ডলার লক্ষ্যমাত্রার বিপরীতে ৫২.০৮ বিলিয়ন মার্কিন ডলার অর্জিত হয়েছে। এটি লক্ষ্যমাত্রার তুলনায় ১৯.৭৩ শতাংশ বেশি।
তিনি বলেন, গত অর্থবছরে সেবা খাতে ৭.৫ বিলিয়ন মার্কিন ডলার লক্ষ্যমাত্রার বিপরীতে ৮ বিলিয়ন মার্কিন ডলার অর্জিত হয়েছে। যা লক্ষ্যমাত্রার তুলানায় ৬ দশমিক ৬৭ বেশি। অন্যদিকে পণ্য ও সেবা খাত মিলে ৫১ বিলিয়ন মার্কিন ডলার লক্ষ্যমাত্রার বিপরীতে ৬০.০৮ বিলিয়ন মার্কিন ডলার অর্জিত হয়েছে যা, লক্ষ্যমাত্রার তুলনায় প্রায় ১৭.৮০% বেশি।
তিনি বলেন, বৈশ্বিক অর্থনৈতিক ও বাণিজ্য গতিধারা বিশ্ব অর্থনীতি উত্তরণের পথে থাকলেও আরো কিছুদিন এই সংকট থাকবে মর্মে বিভিন্ন অংশীজন মত প্রকাশ করেছেন। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্বব্যাপী সরবরাহ ব্যবস্থা ব্যহত হওয়ায় বিভিন্ন ধরণের পণ্যের বিশেষত খাদ্য দ্রব্যের দাম বাড়ছে। এতে বিশ্বের উন্নত দেশে বিশেষত ইউরোপ ও বর্ণিত ঘোষিত লক্ষ্যমাত্রা অর্জনে সরকার প্রয়োজনীয় নীতি সহায়তা প্রদান করবে। সরকারি এবং বেসরকারি খাত এর সম্মিলিত প্রচেষ্টায় ২০২২-২৩ অর্থবছরের রফতানি আয়ের লক্ষ্যমাত্রা অর্জিত হবে মর্মে আশা করা যায়।
সারাবাংলা/জিএস/এএম