দুদকের গোয়েন্দা নজরদারিতে দেশের সব পৌরসভা ও সিটি করপোরেশন
১৯ জুলাই ২০২২ ২১:৩৩ | আপডেট: ১৯ জুলাই ২০২২ ২২:৫৫
ঢাকা: পৌরসভা ও সিটি করপোরেশনসহ দেশের সব সেবাদাতা প্রতিষ্ঠান দুর্নীতি দমন কমিশনের (দুদক) গোয়েন্দা নজরদারিতে রয়েছে বলে জানিয়েছেন কমিশন সচিব মো. মাহবুব হোসেন। তিনি জানান, এসব প্রতিষ্ঠানে কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতি হচ্ছে কি না, তা দুদক কঠোরভাবে মনিটরিং করছে।
মঙ্গলবার (১৯ জুলাই) সাংবাদিকদের সঙ্গে আলোচনায় এ কথা বলেন দুদক সচিব। তিনি বলেন, এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে কোনো ধরনের অভিযোগ পেলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে।
দুদক সচিব বলেন, দেশের সিটি করপোরেশন ও পৌরসভাসহ জনসেবা দেয়— এমন যত প্রতিষ্ঠান রয়েছে, সেগুলোর সেবা প্রদানে যেন কোনো ধরনের অনিয়ম বা নিয়মের ব্যত্যয় না ঘটে, সে বিষয়েই দুদকের বিভাগীয় ও জেলা কার্যালয়গুলো গোয়েন্দা নজরদারি রাখছে।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) বিভিন্ন প্রকল্পের অনিয়ম ও দুর্নীতির প্রসঙ্গে সচিব মাহবুব হোসেন বলেন, সিটি করপোরেশনের রাস্তা, ড্রেন ও ফুটপাত ইত্যাদি নির্মাণ বিষয়ে টেন্ডার প্রক্রিয়ায় অনিয়ম, সরকারি অর্থের অপচয়, নিম্নমানের কাজের অভিযোগের পরিপ্রেক্ষিতে দুদক অনুসন্ধান শুরু করে। এরই অংশ হিসেবে মঙ্গলবার ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী সাইফুল ইসলামকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। পর্যায়ক্রমে অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিদেরও জিজ্ঞাসাবাদ করা হবে।
দুদক সচিব মো মাহবুব হোসেন আরও জানান, ডিএসসিসির অপর নির্বাহী প্রকৌশলী মুন্সী মো. আবুল হাসেম ও সহকারী প্রকৌশলী নির্মল চন্দ্র দে’কে তলব করা হলেও তারা এখন পর্যন্ত দুদকে হাজির হননি।
সারাবাংলা/এসজে/টিআর