Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাড়ে ৪ মাস পর শেবাচিম হাসপাতালের করোনা ওয়ার্ডে এক রোগীর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৯ জুলাই ২০২২ ১৯:০৫

বরিশাল: দীর্ঘ সাড়ে ৪ মাস পর বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের করোনা ওয়ার্ডে এক রোগীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৯ জুলাই) সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। করোনায় আক্রান্ত ২৫ বছর বয়সী ওই ব্যক্তির বাড়ি ভোলা জেলার সদর উপজেলায়। এ নিয়ে হাসপাতালের করোনা ওয়ার্ডে সরাসরি করোনায় আক্রান্ত হওয়া ৪৪০ রোগীর এ পর্যন্ত মৃত্যু হয়েছে। এর আগে গত ৫ মার্চ গৌরনদী উপজেলার ৭৫ বছর বয়সী এক ব্যক্তি করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছিল।

বিজ্ঞাপন

হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. এসএম মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, গত ১৪ জুলাই আরটিপিসিআর ল্যাব থেকে পাওয়া রিপোর্টে নিশ্চিত করেছে ২৫ বছর বয়সী ওই যুবক করোনায় আক্রান্ত ছিলেন। প্রচণ্ড শ্বাসকষ্ট নিয়ে গত ১৬ জুলাই শেবাচিম হাসপাতালের করোনায় ওয়ার্ডে ভর্তি হন। করোনায় কারণে নিউমোনিয়া হয়ে হৃদপিণ্ডের কার্যক্রম প্রায় বন্ধ হয়ে যাওয়ায় তার মৃত্যু হয়।

শের-ই বাংলা মেডিকেল কলেজের আরটি পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় শনাক্তের হার গতকাল সোমবারের তুলনায় মঙ্গলবার কিছুটা কমেছে। পাশাপাশি হাসপাতালের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন রোগীর সংখ্যা কমেছে।

মঙ্গলবার পিসিআর ল্যাবে ৫৮ জনের নমুনা পরীক্ষায় ৭ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১২ দশমিক ০৬ শতাংশ। এছাড়া গত সোমবার ৫৩ জনের নমুনা পরীক্ষায় ১০ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১৮ দশমিক ৮৬ শতাংশ। এর আগে গত রোববার শনাক্তের হার ছিল ৫ দশমিক ৫৫ শতাংশ, গত শনিবার ১১ দশমিক ৪৭ শতাংশ, শুক্রবার ২৮ দশমিক ৮১ শতাংশ এবং গত বৃহস্পতিবার ২৫ দশমকি ৫৩ শতাংশ করোনা শনাক্ত হয়।

হাসপাতালের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন রোগীর সংখ্যা কিছুটা কমেছে। মঙ্গলবার করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন ছিল চারজন রোগী। বিগত ২৪ ঘণ্টায় চিকিৎসায় সুস্থ হয়ে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছেন চারজন রোগী। একই সময়ে নতুন করে একজন রোগী করোনা ওয়ার্ডে ভর্তি হয়।

প্রসঙ্গত, ২০২০ সালের ১৭ মার্চ শেবাচিমে করোনা ওয়ার্ড চালুর পর থেকে এ পর্যন্ত সেখানে ৭ হাজার ৭৫ জন রোগী ভর্তি হয়। চিকিৎসায় সুস্থ হয়ে ছাড়পত্র নিয়ে বাড়ি যায় ৬ হাজার ২২৫ জন। চিকিৎসাধীন অবস্থায় ১ হাজার ৪৭৭ জনের মৃত্যু হয়।

বিজ্ঞাপন

সারাবাংলা/এনএস

অর্থনীতিতে করোনাভাইরাসের প্রভাব বরিশাল

বিজ্ঞাপন

লস অ্যাঞ্জেলসে দাবানল, নিহত ৫
৯ জানুয়ারি ২০২৫ ১০:৪৩

আরো

সম্পর্কিত খবর