অভিযানে উচ্ছেদ সাবেক এমপি রনির ‘অবৈধ’ ভবন
১৯ জুলাই ২০২২ ১৮:২৯ | আপডেট: ১৯ জুলাই ২০২২ ২০:২০
পটুয়াখালী: পটুয়াখালীর গলাচিপায় সরকারি খাস জমিতে গড়ে ওঠা সাবেক সাংসদ গোলাম মাওলা রনির একটি বাসভবন উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন। উচ্ছেদ অভিযানে উলানিয়া বাজারে গড়ে ওঠা আরও ১৫ থেকে ২০টি অবৈধ স্থাপনাও উচ্ছেদ করা হয়েছে।
মঙ্গলবার (১৯ জুলাই) দুপুর ১২টার দিকে গলাচিপা উপজেলার উলানিয়া বাজারে এ উচ্ছেদ অভিযান শুরু হয়। অভিযানের নেতৃত্বে ছিলেন জেলা প্রশাসনের সিনিয়র সহকারী সচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল কাইয়ুম। গলাচিপার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশিষ কুমার ও গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আনোয়ার এসময় উপস্থিত ছিলেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল কাইয়ুম বলেন, এখানে কোনো বিশেষ ব্যক্তির স্থাপনা নয়, উলানিয়া বাজারে অবৈধভাবে গড়ে ওঠা প্রায় ২০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, উলানিয়া বন্দর বাজারে ব্যবসার জন্য এক বছর মেয়াদে কিছু সরকারি খাস জমি বন্দোবস্ত নেন পটুয়াখালী-৩ আসনের সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি। জমিগুলো তিনি বন্দোবস্ত নেন চান্দিনা ভিটা হিসেবে, যেখানে পাকা স্থাপনা নির্মাণের কোনো বিধান নেই। তবে রনি সেখানে দুই তলা পাকা ভবন নির্মাণ করেছেন, যা আইন অনুযায়ী অবৈধ।
উপজেলা প্রশাসন বলছে, গোলাম মওলা রনির অবৈধ সেই স্থাপনাটি সরিয়ে ফেলতে এর আগেও ২০১৩ সালে, ২০১৮ সালে এবং সবশেষ এ বছরেও একটি নোটিশ দিয়েছিল জেলা প্রশাসন। তবে স্থাপনাটি সরিয়ে নেননি রনি। অভিযানে তাই তার ভবনটি উচ্ছেদ করা হচ্ছে। একইসঙ্গে ওই এলাকাতেই আরও যেসব অবৈধ স্থাপনা রয়েছে, সেগুলোও উচ্ছেদ করা হচ্ছে।
স্থাপনা উচ্ছেদের বিষয়ে গোলাম মওলা রনির বক্তব্য জানতে পারেনি সারাবাংলা। তবে এর আগেও তিনি গণমাধ্যমের কাছে দাবি করেছেন, তার পরিবার ওই জমিতে বসবাস করে আসছে পাঁচ দশকেরও বেশি সময়ে এবং সেটি তাদের পৈতৃক সম্পত্তি। এ বিষয়ে উচ্চ আদালতে তিনি রিট করেছেন।
সারাবাংলা/টিআর