Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিলেটে ভ্যাকসিন ক্যাম্পেইন চলবে আরও ২ দিন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৯ জুলাই ২০২২ ১৭:১১ | আপডেট: ১৯ জুলাই ২০২২ ১৮:০১

সিলেট: সারাদেশের মতো সিলেটেও চলছে করোনাভাইরাসের ভ্যাকসিন প্রয়োগের বিশেষ ক্যাম্পেইন। তবে সারাদেশে এক দিন চললেও বন্যা পরিস্থিতির কারণে এই জেলায় এই ক্যাম্পেইন চলবে মোট তিন দিন।

মঙ্গলবার (১৯ জুলাই) সকালে সিলেটে করোনা ভ্যাকসিনের এই ক্যাম্পেইন শুরু হয়েছে। সিলেট শহরসহ জেলার ১৩টি উপজেলায় একযোগে এই ভ্যাকসিন ক্যাম্পেইন চলছে ৩৭৭টি কেন্দ্রে।

সিলেট সিভিল সার্জন কার্যালয় সূত্র জানিয়েছে, সিলেটের ১৩ উপজেলার ১৩টি স্থায়ী ভ্যাকসিন কেন্দ্র ছাড়াও প্রতিটি ইউনিয়নে তিনটি করে মোট ৩০৯টি কেন্দ্রে ফাইজার ভ্যাকসিন দেওয়া হচ্ছে দ্বিতীয় ও বুস্টার ডোজ হিসেবে। এছাড়া সিলেট নগরে এই ভ্যাকসিন ক্যাম্পেইনের জন্য স্থাপন করা হয়েছে আরও ৫৫টি কেন্দ্র।

সিলেটের ডেপুটি সিভিল সার্জন ডা. জন্মেজয় দত্ত জানিয়েছেন, সিলেটের অনেক এলাকা এখনো বন্যাকবলিত। ফলে সিলেটে এক দিনের পরিবর্তে তিন দিন এই ক্যাম্পেইন চালানো হবে।

সারাবাংলা/টিআর

ভ্যাকসিন ক্যাম্পেইন সিলেট জেলা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর