সাইকেল নিয়ে মহাসড়কে, প্রাণ গেল ২ কলেজ ছাত্রের
১৯ জুলাই ২০২২ ১৭:৫৯ | আপডেট: ১৯ জুলাই ২০২২ ১৯:৩৭
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের পটিয়া উপজেলায় তেলবাহী লরির চাপায় সাইকেল আরোহী দুই কলেজ ছাত্র নিহত হয়েছে।
মঙ্গলবার (১৯ জুলাই) বিকেল পৌনে ৫টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে পটিয়া উপজেলার কচুয়াই ইউনিয়নের ভাইয়ারদিঘি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মামুনুর রশীদ শাওন (২১) ও কাউসার উদ্দিন ইমন (২০)। ইমনের বাড়ি কচুয়াই ইউনিয়নে। মামুনের বাড়ি চন্দনাইশ উপজেলায় হলেও তিনি কচুয়াই গ্রামে নানার বাড়িতে থাকতেন বলে পুলিশ জানিয়েছে।
দুর্ঘটনার পর হাইওয়ে পুলিশ নিহত দু’জনের লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। খবর পেয়ে পটিয়া থানা পুলিশও ঘটনাস্থলে যায়।
পটিয়া থানার পরিদর্শক (তদন্ত) রাশেদুল ইসলাম সারাবাংলাকে বলেন, ‘তেলবাহী লরিটি চট্টগ্রাম শহর থেকে কক্সবাজারে যাচ্ছিল। দুই তরুণ গ্রাম থেকে বাইসাইকেল চালিয়ে বাইপাস রোড পার হয়ে পটিয়া উপজেলা সদরের দিকে যাচ্ছিল। ভাইয়ার দিঘী এলাকায় মহাসড়কে তাদের তেলবাহী লরি চাপা দেয়। দুজন সাইকেল থেকে ছিটকে দূরে পড়েন। ঘটনাস্থলেই দু’জনের মৃত্যু হয়।’
পুলিশ পরিদর্শক রাশেদুল জানান, মামুন চন্দনাইশের বিজিসি ট্রাস্ট কলেজ এবং ইমন লোহাগাড়ার মোস্তাফিজুর রহমান ডিগ্রি কলেজ থেকে এবারের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন।
সারাবাংলা/আরডি/পিটিএম