ভারত ও পাকিস্তানের মুদ্রার রেকর্ড দরপতন
১৯ জুলাই ২০২২ ১৭:৩৭ | আপডেট: ১৯ জুলাই ২০২২ ১৯:০৪
ঢাকা: মার্কিন ডলারের বিপরীতে ভারত ও পাকিস্তানের মুদ্রার পতনের নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে মঙ্গলবার। প্রথমবারের মতো প্রতি ডলার কিনতে গুণতে হচ্ছে ৮০ ভারতীয় রুপি। আর মঙ্গলবার পাকিস্তানি মুদ্রা দিয়ে এক ডলার কিনতে ব্যয় হচ্ছে ২২৪ রুপি।
মঙ্গলবার বাজার খোলার সময়ে এক ডলার বিক্রি হয়েছে ৮০ ভারতীয় রুপিতে। ভারতীয় রুপির এ পতন ইতিহাসে সর্বনিম্ন। দেশটির প্রতিবেশী পাকিস্তানের মুদ্রার পতন হয়েছে আরও বেশি। মঙ্গলবার বাজার খোলার পর আগের দিনের তুলনায় মুদ্রাটি মান হারায় ৪ শতাংশ। এদিন স্থানীয় সময় আড়াইটার দিকে প্রতি ডলারের বিপরীতে পাকিস্তানি মুদ্রা বিক্রি হয় ২২৪ রুপিতে।
সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান মেটিস গ্লোবালের পরিচালক সাদ বিন নাসের রুপির এমন পতনের কারণ হিসেবে আন্তঃব্যাংক বাজারে ডলারের নির্বিচার ক্রয়কে দায়ী করেছেন।
মার্কিন ডলারের বিপরীতে ভারতীয় রুপির পতনের জন্য বিশেষজ্ঞরা ইউক্রেন-রাশিয়া যুদ্ধকে প্রধানত দায়ী করেছেন। এছাড়া আন্তর্জাতিক বাজারে অস্থিরতা, অপরিশোধিত তেলের দর বৃদ্ধি এবং ডলারের শক্তিবৃদ্ধিকে দায়ী করেছেন। এসব কারণে ভারতীয় রুপি চলতি বছরের শুরু থেকে চাপে রয়েছে। এ বছর ডলারের বিপরীতে ভারতীয় রুপি মান হারিয়েছে ৭ শতাংশ।
সম্প্রতি ভারতের অর্থমন্ত্রী নির্মলা সিতারামন বলেছেন, ২০১৪ সালের ৩১ ডিসেম্বর থেকে এখন পর্যন্ত ভারতীয় রুপি অনেকটাই মান হারিয়েছে। এ সময়ে মার্কিন ডলারের বিপরীতে ভারতীয় রুপির মান কমেছে ২৫ শতাংশ।
সারাবাংলা/আইই