Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হবিগঞ্জে পিকআপ ট্রাকের ধাক্কায় বাবা-ছেলে নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৯ জুলাই ২০২২ ১৩:৪৬ | আপডেট: ১৯ জুলাই ২০২২ ১৩:৪৭

হবিগঞ্জ: নবীগঞ্জে পিকআপ ট্রাকের ধাক্কায় বাবা-ছেলে নিহত হয়েছে। মঙ্গলবার (১৯ জুলাই) দুপুরে এ ঘটনা ঘটেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিমল চন্দ দেব।

পুলিশ জানায়, দুপুরে ঢাকা সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার কান্দিগাঁও এলাকার ইউসুফ আলী তার ৫ বছরের ছেলেকে নিয়ে মহাসড়কের পাশের একটি দোকানে কেনাকাটা করতে যান। এসময় হঠাৎ করে ছেলে রাস্তায় দৌঁড়ে চলে যায়। তখন ছেলেকে বাঁচাতে গেলে সিলেটগামী একটি পিকআপ বাবা-ছেলেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

খবর পেয়ে শেরপুর হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতদের লাশ উদ্ধার করে নিয়ে যায়।

সারাবাংলা/এমও

টপ নিউজ পিকআপ ট্রাক বাবা-ছেলে নিহত হবিগঞ্জ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর