ইকুয়েডরের কারাগারে আবারও সংঘর্ষে ১৩ বন্দি নিহত
আন্তর্জাতিক ডেস্ক
১৯ জুলাই ২০২২ ১২:২৪ | আপডেট: ১৯ জুলাই ২০২২ ১৫:৪১
১৯ জুলাই ২০২২ ১২:২৪ | আপডেট: ১৯ জুলাই ২০২২ ১৫:৪১
ইকুয়েডরের কুখ্যাত বেলাভিস্তা কারাগারে নতুন সংঘর্ষে ১৩ বন্দি নিহত ও আরও দুজন আহত হয়েছেন।
রাজধানী কুইটো থেকে ৮০ কিলোমিটার দূরে সোমবার এই কারাগারে সর্বশেষ এই সংঘর্ষ হয়। এর আগে মে মাসে অপর এক সংঘর্ষে ৪৪ কারাবন্দি নিহত হয়েছিল।
দেশটির কারা কর্তৃপক্ষ এসএনএআই টুইটারে জানান, দুর্ভাগ্যবশত এই সংঘর্ষে ১৩ বন্দি নিহত ও দুইজন আহত হয়েছে।
কর্তৃপক্ষ আরও জানিয়েছে, সেনাবাহিনী ও পুলিশের সহযোগিতায় কারা কর্মকর্তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। মে মাসের দাঙ্গাকালে প্রায় ২২০ বন্দি পালিয়ে গিয়েছিল। পরে এদের অধিকাংশকেই পুনরায় আটক করা হয়।
উল্লেখ্য, ইকুয়েডরের কারাগারগুলোতে ভয়ংকর দাঙ্গা খুবই সাধারণ ঘটনা। এখানে মাদক চক্রগুলো চোরাচালানির রুট নিয়ন্ত্রণে প্রতিদ্বন্দ্বিতা করে থাকে।
সারাবাংলা/এএম