তুরাগ নদে ডুবে স্কুল শিক্ষার্থীর মৃত্যু
১৯ জুলাই ২০২২ ১০:৫৬ | আপডেট: ১৯ জুলাই ২০২২ ১০:৫৭
গাজীপুর: টঙ্গীতে বন্ধুদের সঙ্গে গোসল করতে গিয়ে তুরাগ নদের পানিতে ডুবে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার (১৮ জুলাই) দুপুর সাড়ে বারোটার দিকে টঙ্গীর নদী বন্দর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ওই শিক্ষার্থীর নাম তানজিল আহমদ (১৩)। সে জামালপুর জেলার বকশীগঞ্জ থানার বাট্টাজোড় গ্রামের মনজুরুল ইসলামের ছেলে। তানজিল পরিবারের সাথে আঙ্গুরের টেক এলাকায় একটি ভাড়া বাসা বাস করতো। সে টঙ্গীর পূর্ব আরিচপুর ন্যাশনাল স্কুল অ্যঅন্ড কলেজের পঞ্চম শ্রেণির ছাত্র ছিল।
স্থানীয়রা জানায়, সোমবার দুপুরে তানজিল বন্ধুদের সঙ্গে টঙ্গী নদীবন্দর এলাকায় তুরাগ নদীতে গোসল করতে নেমে পানিতে তলিয়ে যায়। পরে তারা জাতীয় জরুরি সেবা ৯৯৯ ফোন করলে টঙ্গী ফায়ার সার্ভিস ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টা পর সেই স্কুল ছাত্রের লাশ উদ্ধার করে।
খবর পেয়ে টঙ্গী নৌ পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আফজাল হোসেন লাশটি উদ্ধার করে নৌ ফাঁড়িতে নিয়ে যায়।
টঙ্গী নৌ পুলিশ ফাঁড়ির পরিদর্শক হযরত আলী মিলন বলেন, ‘পরিবারের লিখিত আবেদন প্রেক্ষিতে লাশটি বিনা ময়নাতদন্তে পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।’
সারাবাংলা/এমও