Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পরকীয়া প্রেমিকের বিরুদ্ধে গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৮ জুলাই ২০২২ ২২:১৭

নারায়ণগঞ্জ: সোনারগাঁওয়ে বিয়ের দাবিতে বাড়িতে অবস্থান নেওয়ায় রোকসানা বেগম নামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে পরকীয়া প্রেমিক ও তার স্বজনদের বিরুদ্ধে। ‌

সোমবার (১৮ জুলাই) দুপুরে উপজেলার সাদিপুর ইউনিয়নের বাইসটেকি গ্রামের পরকিয়া প্রেমিক মনিরের বাড়িতে এ ঘটনা ঘটে। সে ওই গ্রামের মনু মিয়ার মেয়ে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে তালতলা ফাঁড়ি পুলিশের উপ-পরিদর্শক রাজু আহম্মেদ জানান, রোকসানার সঙ্গে মনির হোসেনের দীর্ঘদিন ধরে পরকীয়া প্রেমের সম্পর্ক। দুপুরে প্রেমিক মনিরের বাড়িতে বিয়ের দাবিতে অবস্থান নেয় রোকসানা। এসময় মনিরের স্ত্রীসহ ৭-৮জন মিলে লোহার পাইপ ও রড দিয়ে পিটিয়ে তাকে গুরুতর আহত করে।

পরে আশেপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় তার মৃত্যু হয়। ঘটনার পর থেকে জড়িতরা পালিয়ে যায়। তাদের গ্রেফতারের জন্য পুলিশের অভিযান চলছে।

সারাবাংলা/এমও

নারায়ণগঞ্জ পরকীয়া প্রেমিক পিটিয়ে হত্যার অভিযোগ বিয়ের দাবি