Friday 03 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গাজীপুরে গলায় ফাঁস দিয়ে কলেজছাত্রীর আত্মহত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৮ জুলাই ২০২২ ২০:৫৫ | আপডেট: ২০ জুলাই ২০২২ ১০:১৭

গাজীপুর: মহানগরীর পূবাইলে গলায় ফাঁস দিয়ে এক কলেজছাত্রী আত্মহত্যা করেছে। গতকাল রোববার দিবাগত রাত ১টায় পূবাইল থানাধীন হারবাইদ এলাকার এ ঘটনা ঘটে।

নিহতের নাম তাসমিম তাহসিন আলিফ (১৯)। তিনি স্থানীয় বিন্দান উচ্চ বিদ্যালয়ের শিক্ষক বুলবুলের মেয়ে। আলিফ নারায়ণকূল ড্রিম মডেল কলেজের শিক্ষার্থী।

সোমবার (১৮ জুলাই) পারিবারিক সূত্রে জানা যায়, পারিবারিক কোনো ঝামেলা ছিলো না। তবে একটি ছেলে তাকে বিরক্ত করত।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন কলেজছাত্রী জানায়, হারবাইদ এলাকার খলিলুর রহমানের ছেলে শান্তর সঙ্গে দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিলো আলিফের। প্রায়ই তাদের মধ্যে ঝগড়া হতো। হয়তো ঝগড়ার কারণেই আত্মহত্যা করেছে। এছাড়া রাতে ছেলেটি ফোন করে পরিবারের সদস্যদের জানিয়েছিল যে, আলিফ নিজ রুমে গলায় ফাঁস নিয়েছে। পরে পরিবারের সদস্যরা অনেকক্ষণ ডাকাডাকি করে সাড়া না পেয়ে দরজা ভেঙে দেখে তাকে গলায় ওড়না পেঁচিয়ে ফ্যানের সঙ্গে ঝুলতে দেখে।

পূবাইল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আতিকুর রহমান বলেন, ‘এক কলেজছাত্রী আত্মহত্যা করেছে এমন সংবাদ পেয়ে লাশ উদ্ধার করেছি। ময়নাতদন্তের জন্য লাশটি উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

সারাবাংলা/এমও

কলেজছাত্রীর আত্মহত্যা গলায় ফাঁস গাজীপুর

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর