Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘ধর্মের ধুয়া তুলে শিক্ষক হয়রানির ঘটনা দুঃখজনক’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৮ জুলাই ২০২২ ১৯:৩০ | আপডেট: ১৮ জুলাই ২০২২ ১৯:৩৯

সিলেট: শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, শিক্ষকতা ভীষণ কঠিন কাজ। শিক্ষকদের যাতে হয়রানির শিকার হতে না হয়, তাই সবাইকে সচেতন হতে হবে। ধর্মের ধুয়া তুলে অপপ্রচার চালিয়ে শিক্ষক হয়রানির ঘটনা ঘটেছে, যা দুঃখজনক।

সোমবার (১৮ জুলাই) সকালে মাধ্যমিক ও উচ্চশিক্ষা, সিলেট অঞ্চল আয়োজিত সিলেট সার্কিট হাউসে জেলার শিক্ষা বিভাগের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

শিক্ষা ব্যবস্থায় পরিবর্তন, পরিমার্জন কিংবা সংস্কার নয়, শিক্ষায় রূপান্তর করা হবে জানিয়ে মন্ত্রী বলেন, ‘নতুন কারিকুলামের পাইলটিং কাজ চলছে দেশে। শিক্ষা ব্যবস্থা থেকে ইসলাম তুলে দেওয়ায় কথা বলে একটি চিহ্নিত চক্র ধর্মকে অজুহাত হিসেবে দাঁড় করিয়ে ধর্মের ক্ষতি করছে। ধর্মকে বাদ দিয়ে নীতি নৈতিকতা শেখা সম্ভব না।’

শিক্ষামন্ত্রী আরও বলেন, ‘বন্যায় ক্ষতিগ্রস্ত শিক্ষা প্রতিষ্ঠান তালিকা করে দ্রুত সংস্কার করা হবে। এছাড়া বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকার এসএসসি পরীক্ষার্থীদের আগামী ২৪ তারিখের মধ্যে বইপত্র পৌঁছে দেওয়া হবে। করোনার ক্ষতি যেভাবে কাটানো হয়েছে, সেভাবে বন্যার ক্ষতি কাটানোর চেষ্টা হবে।’

এ সময় সিলেটের শিক্ষা বিভাগের কর্মকর্তা, জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতারা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এমও

ডা. দীপু মনি শিক্ষক হয়রানি শিক্ষামন্ত্রী

বিজ্ঞাপন

দেশপ্রেম ও মেধা পাচার
৮ জানুয়ারি ২০২৫ ১৭:৪৪

আরো

সম্পর্কিত খবর