Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মুন্সীগঞ্জে বাস-সিএনজি সংঘর্ষে একজন নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৮ জুলাই ২০২২ ১৮:০৬

মুন্সীগঞ্জ: সিরাজদিখান উপজেলায় বাসচাপায় সিএনজিচালিত অটোরিকশার এক আরোহী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১ জন।

সোমবার (১৮ জুলাই) সকাল ৮টার দিকে উপজেলার নিমতলীর সিংগারটেকে এই দুর্ঘটনা ঘটে। সিরাজদিখান পরিবহনের যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো-ব-১১-৯৫৭৪) ব্রিজের মোড়ে থেমে থাকা সিএনজিকে চাপা দিলে সিএনজি আরোহী উৎপল দাস নিহত এবং অপর আরোহী তপু দাস আহত হন।

তারা দু’জনই মাছ ব্যবসায়ী, ঢাকা থেকে মাছ কিনে এনে স্থানীয় বাজারে বিক্রি করতেন।

সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মিজানুল হক বলেন, ‘সকালে খবর পেয়ে আমাদের পুলিশের একটি টিম ঘটনাস্থলে যায় এবং বাসটি জব্দ করা হয়। তদন্ত সাপেক্ষে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে।’

সারাবাংলা/এমও

একজন নিহত বাস-সিএনজি সংঘর্ষ মুন্সীগঞ্জ

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর