Saturday 11 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা-কলকাতা রুটে আরেকটি ট্রেন চালুর প্রস্তাব ভারতের

স্পেশাল করেসপন্ডেন্ট
১৮ জুলাই ২০২২ ১৭:০৭ | আপডেট: ১৮ জুলাই ২০২২ ১৯:১৬

ঢাকা: ঢাকা থেকে কক্সবাজার পর্যন্ত রেল পরিষেবা চালু করতে ভারতের কাছ থেকে উন্নত মানের টুরিস্ট কোচ কিনতে চায় সরকার। লাইন অব ক্রেডিট’র আওতায় এই কোচের পাশাপাশি ইঞ্জিন এবং লাগেজ ভ্যান কেনার বিষয়ে রেলপথমন্ত্রী ইচ্ছা প্রকাশ করেছেন। এ সময় ভারতের পক্ষ থেকে ঢাকা থেকে কলকাতার মধ্যে আন্তঃদেশীয় চতুর্থ ট্রেন চালুর প্রস্তাব দেওয়া হয়।

সোমবার (১৮ জুলাই) রেল ভবনে রেলপথমন্ত্রী মো. নুরুল ইসলাম সুজনের সঙ্গে দেখা করেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী। এ সময় বাংলাদেশে ভারতীয় অর্থায়নে যেসব প্রকল্প চলমান আছে এবং ভবিষ্যতে যেসব প্রকল্প হাতে নেওয়া হবে সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

বিজ্ঞাপন

আলোচনায় ভারতের হাইকমিশনার জানান, বর্তমানে বাংলাদেশ এবং ভারতের মধ্যে মৈত্রী, বন্ধন এবং মিতালী এক্সপ্রেস ট্রেন চালু আছে। যাত্রী চাহিদা বিবেচনায় ঢাকা-কলকাতার মধ্যে দর্শনা হয়ে আরও একটি ট্রেন চালানো যেতে পারে। এ সময় রেলপথমন্ত্রী কর্তৃক ভারত সফরের বিষয়টি উঠে আসে।

মন্ত্রী এ সময় জানান, তিনি ভারত সফরের সময় আধুনিক কোচ তৈরির কারখানা পরিদর্শন করেছেন। ঢাকা থেকে কক্সবাজারে চালানোর জন্য উন্নত মানের টুরিস্ট কোচ তিনি ভারত থেকে আমদানি করতে আগ্রহী। লাইন অব ক্রেডিট’র আওতায় এই কোচের পাশাপাশি ইঞ্জিন এবং লাগেজ ভ্যান কেনার বিষয়েও ইচ্ছা প্রকাশ করেন নুরুল ইসলাম সুজন।

এগুলো ক্রয়ের বিষয়ে ভারতের পক্ষ থেকে তাগিদ দেয়া হয়। রেলপথমন্ত্রী নেপাল এবং ভুটানের সাথে কানেক্টিভিটিভ বাড়ানোর বিষয়ে জোর দেন। সে ক্ষেত্রে চিলাহাটি-হলদিবাড়ি রুটকে আরও শক্তিশালী করার উপর গুরুত্ব দেওয়া হয়। পঞ্চগড় থেকে বাংলাবান্ধা নতুন রেল লাইন নির্মাণ এবং বাংলাবান্ধা থেকে ভারতীয় অংশ যেখানে সংযোগ স্থাপিত হবে সেটি ভারতের পক্ষ থেকে এখন পর্যন্ত নির্ধারণ করা হয়নি। আলোচনায় ভারতকে এই বিষয়টি দ্রুত করার আহ্বান জানানো হয়।

বিজ্ঞাপন

ভারতীয় অর্থায়নে নির্মিত হচ্ছে সিরাজগঞ্জ থেকে বগুড়া পর্যন্ত রেললাইন। রেলপথমন্ত্রী বগুড়া পর্যন্ত লাইনকে সান্তাহার পর্যন্ত বর্ধিত করার অনুরোধ জানান। কারণ বগুড়া থেকে সান্তাহার পর্যন্ত মিটারগেজ লাইন আছে। সেখানে ডুয়েল গেজ লাইন করতে না পারলে ব্রডগেজের উপকার ভোগ করা যাবে না। এর পাশাপাশি ভারতীয় অর্থায়নে খুলনা-মোংলা রেললাইন, ঢাকা থেকে টঙ্গী পর্যন্ত তৃতীয় ও চতুর্থ রেললাইন নির্মাণে যে সমস্যা সেটি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বেনাপোল স্টেশনের আধুনিকায়ন, সিরাজগঞ্জে আইসিডি নির্মাণ, সৈয়দপুরে একটি আধুনিক মানের কোচ তৈরির কারখানা, বাংলাদেশের সহকারী লোকোমোটিভদের ভারতে ট্রেনিং প্রদানের বিষয় নিয়েও আলোচনা হয়।

এ সময় রেলপথ মন্ত্রণালয়ের সচিব ড. মো. হুমায়ুন কবীর, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক ধীরেন্দ্রনাথ মজুমদার, অতিরিক্ত মহাপরিচালক (রোলিং স্টক) মো. মঞ্জুরুল আলম চৌধুরী, অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) সরদার শাহাদাত হোসেন উপস্থিত ছিলেন।

সারাবাংলা/জেআর/পিটিএম

টপ নিউজ ট্রেন সার্ভিস চালু ঢাকা-কলকতা ভারত

বিজ্ঞাপন

বগুড়ায় বিমানবন্দর চালুর উদ্যোগ
১১ জানুয়ারি ২০২৫ ১৯:৪৮

আরো

সম্পর্কিত খবর