হবিগঞ্জে বাস-মাইক্রোবাস সংঘর্ষে ৪ জনের মৃত্যু
১৮ জুলাই ২০২২ ১৬:১৮ | আপডেট: ১৮ জুলাই ২০২২ ১৯:৪৭
হবিগঞ্জ: হবিগঞ্জের মাধবপুরে যাত্রীবাহী বাস-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে চারজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ১০ জন। গুরুতর আহত অবস্থায় তাদেরকে হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
সোমবার (১৮ জুলাই) দুপুর আড়াইটার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে মাধবপুর উপজেলার দরগাগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালেহ আহমেদ জানান, ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের মাধবপুর উপজেলার দরগাগেট এলাকায় সিলেট থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে দুই জনের মৃত্যু হয়, বাকি দুই জন হাসপাতালে মারা যান।
দুর্ঘটনায় নিহতরা হলেন— নেত্রকোনার মদন উপজেলার ফতেহপুর গ্রামের আব্দুর রউফের ছেলে মুরাদ মিয়া (২৮), একই গ্রামের সুরুজ মিয়ার স্ত্রী দিনারী বেগম (৪০), ইমরুল মিয়ার স্ত্রী হেলেনা বেগম (২৫) ও ছাদিয়া বেগম (৩০)।
ওসি আরও জানান, খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। পুলিশ হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে।
সারাবাংলা/একে