নড়াইলে শিক্ষক লাঞ্ছনা: বিচারিক অনুসন্ধানের নির্দেশ
১৮ জুলাই ২০২২ ১৪:১২ | আপডেট: ১৮ জুলাই ২০২২ ১৬:১৯
ঢাকা: নড়াইলের মির্জাপুর ইউনাইটেড ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষকে জুতার মালা পরিয়ে লাঞ্ছিত করার ঘটনার বিচারিক অনুসন্ধানের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
ছয় সপ্তাহের মধ্যে নড়াইলের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে এ নির্দেশনা বাস্তবায়ন করতে বলা হয়েছে।
সোমবার (১৮ জুলাই) আইন ও সালিশ কেন্দ্রের করা এক রিটের শুনানি নিয়ে বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি এস এম মনিরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।
আদালতে রিটের শুনানি করেন আইনজীবী জেড আই খান পান্না ও আইনজীবী অনীক আর হক। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সমরেন্দ্র নাথ বিশ্বাস।
গত ১৮ জুন নড়াইল সদরের মির্জাপুর ইউনাইটেড ডিগ্রি কলেজে রাহুল দেব নামে একাদশ শ্রেণির এক ছাত্র নুপুর দেবকে সমর্থন করে ফেসবুকে পোস্ট দেওয়াকে কেন্দ্র করে রণক্ষেত্র তৈরি হয়। শিক্ষক স্বপন কুমার ওই ছাত্রের পক্ষ নিয়েছেন বলেন অভিযোগ তুলে এ সময় বিক্ষুব্ধ ছাত্র-জনতা শিক্ষকদের তিনটি মোটরসাইকেল পুড়িয়ে দেয়। তাদের দাবির পরিপ্রেক্ষিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাসসহ অভিযুক্ত ছাত্রকে জুতার মালা পরিয়ে পুলিশ হেফাজতে নেওয়া হয়।
এরপর এ ঘটনার বিচার বিভাগীয় তদন্ত চেয়ে আইন ও সালিশ কেন্দ্রের পক্ষে রিট দায়ের করা হয়।
সারাবাংলা/কেআইএফ/একে