Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আকাশ সাহা ৩ দিনের রিমান্ডে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৭ জুলাই ২০২২ ১৯:২৪ | আপডেট: ১৭ জুলাই ২০২২ ২০:৫০

নড়াইল: ফেসবুকে কটূক্তির অভিযোগে নড়াইলে কলেজ ছাত্র আকাশ সাহার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রোববার (১৭ জুলাই) লোহাগড়া আমলী আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজেস্ট্রেট মো. মোরশেদুল আলমের আদালত এই রিমান্ড মঞ্জুর করেন।

আকাশ সাহাকে আদালতে হাজির করে মামলার তদন্তকারী কর্মকর্তা মাকফুর রহমান ৭ দিনের রিমান্ড আবেদন করলে বিচারক শুনানি শেষে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

উল্লেখ্য, নড়াইলের লোহাগড়া উপজেলার দিঘলিয়া এলাকায় মহানবীকে (সা.) নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগে কলেজছাত্র আকাশ সাহাকে (২০) খুলনা থেকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (১৬ জুলাই) রাতে তাকে গ্রেফতার করা হয়। এর আগে ঘটনার দিন ১৫ জুলাই রাতে দিঘলিয়া গ্রামের কচি সরদার বাদী হয়ে লোহাগড়া থানায় আকাশের নামে ‘ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার’ মামলা দায়ের করেন। তবে সাহাপাড়ার বাড়িঘরে ভাঙচুর ও দু’টি মন্দিরে হামলার ঘটনায় রোববার দুপুর পর্যন্ত মামলা হয়নি বলে জানিয়েছেন লোহাগড়া থানার ওসি শেখ আবু হেনা মিলন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৫ জুলাই লোহাগড়া উপজেলার দিঘলিয়া সাহাপাড়ার কলেজছাত্র আকাশ সাহার ফেসবুকে মহানবীকে (সা.) নিয়ে কটূক্তির ঘটনা ঘটেছে বলে অভিযোগ রয়েছে। বিষয়টি ওইদিন জুম্মার নামাজের পর বিভিন্ন পেশার মানুষের নজরে আসে। এরপর বিক্ষুব্ধ লোকজন আকাশ সাহার গ্রেফতার ও বিচার দাবিতে তাদের বাড়ির সামনে বিক্ষোভ করেন। ওইদিন বিকেল থেকে উত্তেজনা আরও বাড়তে থাকে।

বিক্ষুব্ধ লোকজন একপর্যায়ে সাহাপাড়ার ৫-৬টি বাড়িঘর ভাঙচুর করেন। এর মধ্যে একটি বাড়িতে আগুন ধরিয়ে দেয়। আগুনে দুই রুম বিশিষ্ট টিনের শেডের দেয়াল ঘরটি পুড়ে গেছে। এ ছাড়া সাহাপাড়ার মন্দিরের চেয়ার ও সাউন্ডবক্স এবং আখড়াবাড়ি মন্দিরের টিনের চালা ভাঙচুরসহ ইট ছুড়েছে বিক্ষুব্ধরা।

বিজ্ঞাপন

পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে বিপুল সংখ্যক পুলিশ ও র‌্যাব মোতায়েন রয়েছে। এ ছাড়া পুলিশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি করেছে। ঘটনার পর আকাশের বাবাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়।

নড়াইলের পুলিশ সুপার প্রবীর কুমার রায় বলেন, ‘বিষয়টি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আপাতত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।’

সারাবাংলা/একে

আকাশ সাহা টপ নিউজ নড়াইল রিমান্ড

বিজ্ঞাপন

‘আরও কঠিন পথ পারি দিতে হবে’
৯ জানুয়ারি ২০২৫ ২২:৫৬

আরো

সম্পর্কিত খবর