Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিএনপির ত্রাণ তহবিলে নগদ অর্থ দিল ৫ সাংগঠনিক জেলা

স্পেশাল করেসপন্ডেন্ট
১৭ জুলাই ২০২২ ১৮:৫৫

ঢাকা: বন্যার্তদের জন্য বিএনপির ত্রাণ তহবিলে নগদ অর্থ দিয়েছে চট্টগ্রাম মহানগর ও ভোলাসহ দলটির পাঁচ সাংগঠনিক জেলার নেতাকর্মীরা ।

রোববার (১৭ জুলাই) দুপুরে গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ওই পাঁচ জেলার নেতারা বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাতে নগদ অর্থ সহযোগিতা তুলে দেন।

ভোলা জেলার গোলাম নবী আলমগীর, হারুনুর রশীদ, এনামুল হক, চট্টগ্রাম মহানগরের আবুল হোসেন বক্কর, এমএ আজিজ, মোহাম্মদ মিয়া ভোলা, ইয়াছিন চৌধুরী লিটন, ইস্কান্দার মির্জা, কামরুল ইসলাম, জাকির হোসেন, ফেনী জেলার শেখ ফরিদ উদ্দিন বাহার, আলাল উদ্দিন আলাল, এম এ খালেক, ইয়াকুব নবী, আলাউদ্দিন, ফজলুর রহমান বকুল, পিরোজপুর জেলার আলমগীর হোসেন, গাজী ওয়াহিদুজ্জামান লাবলু, ঝালকাঠি জেলার সৈয়দ হোসেন ও শাহাদাত হোসেন নিজ নিজ জেলার পক্ষে নগদ অর্থ তুলে দেন দলের মহাসচিবের হাতে।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ, এয়ারভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, বিলকিস জাহান শিরিন, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, কেন্দ্রীয় নেতা এবিএম মোশাররফ হোসেন, রিয়াজ উদ্দিন নসু, তাইফুল ইসলাম টিপু, বেলাল আহমেদ প্রমুখ।

সারাবাংলা/এজেড/পিটিএম

বন্যার্ত বিএনপি সহায়তা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর