Friday 03 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যুবককে খুনের পর ‘দুর্ঘটনায় মৃত্যু’ বলে প্রচার

স্পেশাল করেসপন্ডেন্ট
১৭ জুলাই ২০২২ ১৭:১৫ | আপডেট: ১৭ জুলাই ২০২২ ১৯:৫৮

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় এক যুবককে দুর্ঘটনায় মৃত্যু হয়েছে জানিয়ে স্বজনদের হাতে তুলে দেওয়া হয়েছিল। কিন্তু তাকে খুন করা হয়েছে তথ্য পেয়ে দাফনের আগমুহূর্তে পুলিশ লাশটি হেফাজতে নেয়। এ ঘটনা ফটিকছড়িতে চাঞ্চল্যের সৃষ্টি করেছে। অভিযোগ পাওয়া গেছে, ফটিকছড়ির এক লেবু ব্যবসায়ী তার কর্মচারী ওই যুবককে হত্যার পর ‘দুর্ঘটনায় মৃত্যু’ বলে চালানোর চেষ্টা করেন।

রোববার (১৭ জুলাই) সকালে উপজেলার ভুজপুর থানা পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

বিজ্ঞাপন

নিহত কবির হোসেন (২৭) ফটিকছড়ি উপজেলার বাগানবাজার ইউনিয়নের পূর্ব পাতাছড়ি গ্রামের আব্দুল মান্নানের ছেলে। তিনি একই ইউনিয়নের বাসিন্দা লেবুর পাইকারি বিক্রেতা ইসমাইল হোসেন নিশু’র (৩২) অধীনে কর্মচারী হিসেবে কাজ করতেন।

ভুজপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) হেলাল উদ্দিন ফারুকী সারাবাংলাকে জানান, শনিবার রাত ৮টার দিকে ব্যবসায়ী ইসমাইল কর্মচারী কবিরকে ফোন করে উপজেলার দাঁতমারা ইউনিয়নের বালুটিলা বাজারে যেতে বলেন। রাত সাড়ে ১১টার দিকে কবিরের পরিবারের সদস্যদের ইসমাইল ফোনে জানান, মোটরসাইকেল দুর্ঘটনায় কবির গুরুতর আহত হয়েছেন এবং তাকে চমেক হাসপাতালে নেওয়া হচ্ছে। রাত পৌনে ১২টার দিকে দ্বিতীয় দফা ফোন করে জানান, কবির মারা গেছে। রাত সাড়ে ১২টার দিকে অ্যাম্বুলেন্সে করে কবিরের লাশ মীরসরাই উপজেলার করেরহাট এলাকায় এনে স্বজনদের কাছে হস্তান্তর করেন ইসমাইল।

দুর্ঘটনায় মৃত্যু মেনে নিয়ে পরিবারের সদস্যরা কবিরের লাশ রাতে বাড়িতে নিয়ে যান। রোববার সকাল সাড়ে ৯টার দিকে মরদেহ গোসল শেষে নিজ বাড়িতে তাকে দাফনের প্রস্তুতি নেওয়া হচ্ছিল। গোসলের সময় তার মাথায় আঘাতের চিহ্ন দেখে পুলিশকে খবর দেন স্বজনেরা। পুলিশ গিয়ে লাশটি নিজেদের হেফাজতে নেয়।

বিজ্ঞাপন

ওসি হেলাল উদ্দিন ফারুকী বলেন, ‘লাশ পর্যবেক্ষণে আমরা নিশ্চিত হয়েছি যে, কবিরকে মাথায় ভারি বস্তু দিয়ে আঘাত করে এবং বাম পায়ের গোড়ালির রগ কেটে হত্যা করা হয়েছে। লাশের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। কবিরের মালিক ইসমাইলকে আমরা খুঁজছি। তাকে পেলে হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন হবে।’

সারাবাংলা/আরডি/পিটিএম

টপ নিউজ দুর্ঘটনায় মৃত্যু যুবক খুন

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর