ঢাকায় আসছেন হিনা রব্বানী
১৭ জুলাই ২০২২ ১১:৪৪ | আপডেট: ১৭ জুলাই ২০২২ ১৪:১৬
ঢাকা: উন্নয়নশীল ৮টি মুসলিম দেশের জোট ডি-৮ পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের সম্মেলনে যোগ দেওয়ার জন্য ঢাকায় আসছেন পাকিস্তানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিনা রব্বানী খার। আগামী ২৭ জুলাই ঢাকায় এই সম্মেলন অনুষ্ঠিত হবে।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে। কর্মকর্তারা সংবাদমাধ্যমকে জানান, ডি-৮ সম্মেলনে যোগ দেওয়া বিষয়টি গত শুক্রবার নিশ্চিত করেছে পাকিস্তান।
এ সম্মেলনে ৬ সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন হিনা। এ সময় তার সঙ্গে পাকিস্তানের ৮ সদস্যের উচ্চ পর্যায়ের ব্যবসায়ীদের প্রতিনিধি দল এবং সংস্কৃতিক দল আসার কথা রয়েছে বলে জানা গেছে।
ডি-৮ এর বর্তমান সভাপতি দেশ বাংলাদেশ। জোটের অন্য দেশগুলো হলো- মিশর, ইন্দোনেশিয়া, ইরান, মালয়েশিয়া, নাইজেরিয়া ও তুরস্ক। এ সম্মেলনে যোগ দেওয়ার জন্য বাকি দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীকেও আমন্ত্রণ জানিয়েছে ঢাকা।
এর আগে, ২০১২ সালে বাংলাদেশ সফর করেছিলেন পাকিস্তানের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী হিনা রব্বানী খার। ওই সময় ইসলামাবাদে অনুষ্ঠিত ডি-৮ শীর্ষ সম্মেলনে যোগদানের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানাতে ঢাকায় এসেছিলেন তিনি।
সারাবাংলা/এনএস