Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পর্যটন স্পটে সৌন্দর্যবর্ধনের কাজ শেষ করেও বিল পাচ্ছেন না ঠিকাদার

জসিম উদ্দিন মজুমদার, ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৭ জুলাই ২০২২ ১১:০৫ | আপডেট: ১৭ জুলাই ২০২২ ১৩:৫৪

খাগড়াছড়ি: নতুন রূপে ও সাজে সেজেছে খাগড়াছড়ির আলুটিলা পর্যটন স্পট। বেশ কিছু উন্নয়নমূলক কাজ শেষ হওয়ায় অনেক আকর্ষণীয় হয়েছে পর্যটন স্পটটি। গত সোমবার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন এবং পর্যটকদের জন্য খুলে দেওয়া হয়েছে
নতুন করে নির্মিত এসব স্থাপনা। পর্যটকেরা নতুন রূপে আলুটিলাকে পেয়ে আনন্দে মাতোয়ারা হলেও কাজের পুরো বিল না পেয়ে হতাশ ঠিকাদার।

গত জুনের মধ্যে পুরো টাকা দেওয়ার কথা থাকলেও এখন পর্যন্ত পুরো বিল না দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেন তিনি।

বিজ্ঞাপন

ঠিকাদার মো. বিল্লাল হোসেন বলেন, ‘২০২১ সালের জুন মাসে কাজ শুরু করে চলতি বছরের জানুয়ারি মাসে কাজ শেষ হয়েছে। আলুটিলা পর্যটনের সবচেয়ে আকর্ষণীয় স্থাপনা হচ্ছে ফুট অবার ব্রিজ বা ঝুলন্ত সেতু। যা উন্নতমানের তারের উপর গ্লাস দিয়ে তৈরি ব্রিজ ও ব্রিজের উপর কালারফুল লাইটিং। এই কাজের কার্যাদেশ ৮১ লাখ টাকা হলেও স্থানীয় কর্তৃপক্ষের চাহিদামতো করতে গিয়ে সময় যেমন বেশি লেগেছে, তেমনি নির্মান ব্যায় বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৯২ লাখ টাকা।’

গণপূর্ত কাজের তদারকি প্রতিষ্ঠান হলেও জেলা প্রশাসনের কর্মকর্তারাও সব সময় কাজটি তদারকি করেছেন জানিয়ে এই ঠিকাদার বলেন, ‘টেন্ডারের বাইরে গিয়েও যেমন অনেক কাজ করতে হয়েছে, তেমনি নানা বিড়ম্বনায়ও পড়তে হয়েছে। কিন্তু এখন পর্যন্ত বিল পেয়েছি ৮১ লাখ টাকার মতো। বাকি প্রায় ১১ লাখ টাকার মতো বিল পাওনা আছে। পাওনা বিল গণপূর্ত দেবো, দেবো বললেও, দিচ্ছে না।’ পর্যটকদের মুখে হাসি ফুটাতে গিয়ে নিজেই অন্ধকারে পড়েছি বলেও উল্লেখ করেন ঠিকাদার বিল্লাল হোসেন।

বিল্লাল হোসেন আরও বলেন সবাইকে ঋণ করে টাকা দিতে হলো, আর কাজ করেও টাকা পেলাম না, দুঃখজনক।

বিজ্ঞাপন

খাগড়াছড়ি গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মো. আনোয়ারুল হক বলেন, ‘বেশিরভাগ টাকাই ঠিকাদারকে দিয়ে দেওয়া হয়েছে। বাকি টাকার বিষয়ে কিছু জটিলতা আছে। পরীক্ষা-নিরীক্ষা ও হিসাব করে পর্যায়ক্রমে সব টাকাই পরিশোধ করা হবে।’

সারাবাংলা/এমও

ঠিকাদার পর্যটন স্পট বিল সৌন্দর্যবর্ধন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর