Sunday 05 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হামলায় ক্ষতিগ্রস্ত বাড়ি ও মন্দির পরিদর্শন করলেন মাশরাফি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৬ জুলাই ২০২২ ২৩:০৭

নড়াইল: নড়াইলের লোহাগড়া উপজেলার দিঘলিয়া সাহাপাড়ার ক্ষতিগ্রস্ত বাড়িঘর ও মন্দির পরিদর্শন করেছেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা।

শনিবার (১৬ জুলাই) বিকেলে তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে দেখা করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। এসময় ক্ষতিগ্রস্ত পরিবারের প্রত্যেককে ২০ হাজার টাকা করে সহায়তা দেন মাশরাফি।

এসময় উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান, পুলিশ সুপার প্রবীর কুমার রায়, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান নিজাম উদ্দিন খান নিলু, লোহাগড়া উপজেলা চেয়ার‌্যমান সিকদার আব্দুল হান্নান রুনুসহ প্রশাসনের কর্মকর্তারা।

গতকাল শুক্রবার রাতে কলেজছাত্র আকাশ সাহার বিরুদ্ধে ফেসবুকে কটূক্তির অভিযোগ তুলে হিন্দুপাড়ায় এই হামলার ঘটনা ঘটেছিল।

সারাবাংলা/এমও

আগুন ক্ষতিগ্রস্ত বাড়ি ক্ষতিগ্রস্ত বাড়ি ও মন্দির নড়াইল মাশরাফি বিন মর্তুজা হামলা

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর