Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পর্যটকদের ওপর বাস শ্রমিকদের হামলায় নারীসহ আহত ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৬ জুলাই ২০২২ ২১:৫০

পটুয়াখালী: কুয়াকাটায় বাস শ্রমিকদের হামলা ও মারধরের শিকার হয়েছে পর্যটক দম্পত্তি। এসময় ভিডিও করার অপরাধে মোবাইল ছিনিয়ে নিয়ে ভেঙে ফেলা হয়। ছিনিয়ে নেওয়া হয় সোনার চেন।

জানা গেছে, নরসিংদীর বাবুরহাট থেকে রুবেল নামের এক ব্যবসায়ী তার পরিবারের আট সদস্যকে নিয়ে বরিশাল থেকে বাসে কুয়াকাটা আসেন। বাসে দাঁড়িয়ে থাকা নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে বাস স্টাফদের গালাগাল ও পরে কুয়াকাটায় পৌঁছে বাস থেকে নামার সময় হামলা ও মারধরের ঘটনা ঘটে। পরিবারের নারী সদস্যরাও আহত হন। মারধরের একপর্যায় পর্যটক রুবেলের আড়াই ভরি ওজনের স্বর্ণের চেন ছিনিয়ে নেওয়ার অভিযোগ করা হয়েছে।

বিজ্ঞাপন

শনিবার (১৬ জুলাই) বিকেল তিনটার দিকে এই হামলা চালানো হয়। আহত পর্যটকরা হচ্ছেন- মো. রুবেল, রিপন মাহমুদ ও মোসাম্মৎ হনুফা বেগম।

হামলার শিকার রুবেল জানান, তারা পরিবার নিয়ে ৮ জন বরিশাল থেকে কুয়াকাটার উদ্দেশ্যে ‘ছন্দা’ নামের (পটুয়াখালী-ব-৩১-০০৪৫) বাসে বেলা ১১টার দিকে ওঠেন। পথিমধ্যে রুবেলের সঙ্গে থাকা তার শিশু সন্তান অসুস্থ হয়ে পড়লে তার নির্ধারিত সিটে ওই শিশুকে শুইয়ে রেখে নিজে দাঁড়িয়ে থাকেন। এসময় বাসের কন্ডাক্টর এসে দাঁড়িয়ে থাকলে একজনের বাড়তি ভাড়া গুণতে হবে বলে ঝগড়া শুরু করেন।

এ ঘটনার কিছু অংশ ভিডিও করেন রুবেল এবং পাশের সিটে বসা পর্যটক লক্ষ্মীপুর থেকে কুয়াকাটা ভ্রমণে আসা ওই বাসের যাত্রী রিপন মাহমুদ। কন্ডাক্টর মোবাইল ফোনে ভিডিও করায় হুমকি দিয়ে চুপ থাকেন। বিকেলে বাসটি কুয়াকাটায় এসে থামতেই বাস শ্রমিকরা সংঘবদ্ধভাবে পর্যটক পরিবারটির ওপর হামলে পড়ে। ভিডিও করার অপরাধে মারধর করা হয় পর্যটক রিপন মাহমুদকেও।

বিজ্ঞাপন

খবর পেয়ে ঘটনাস্থলে মহিপুর থানার এসআই মোজাম্মেল গিয়ে বাসের চালক মো. কামাল ও সুপারভাইজার জামালসহ ওই পর্যটকদের থানায় ডেকে নেয়। বাসচালক কামাল হামলার বিষয় অস্বীকার করে বলেন, ‘একটু কথা কাটাকাটি হয়েছে।’

রুবেল জানান, তাকে মারধর করে স্বর্ণের চেন ছিড়ে নিয়ে গেছে শ্রমিকরা। মোবাইল ভেঙে ফেলা হয়েছে।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল খায়ের ঘটনার সত্যতা স্বীকার করে জানান, পর্যটক পরিবারটি লিখিত অভিযোগ দিতে অস্বীকার করায় আইনগত পদক্ষেপ নেওয়া যায়নি। তবে আলোচনা করে ক্ষতিপূরণের ব্যবস্থা করা হচ্ছে।

সারাবাংলা/এমও

কুয়াকাটা পর্যটক বাস শ্রমিকদের হামলা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর