Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৬ জুলাই ২০২২ ২০:২৬

গাইবান্ধা: জেলার সুন্দরগঞ্জে গলায় ওড়না পেঁচানো অবস্থায় মিলন মিয়া (৩৪) নামে এক মানসিক ভারসাম্যহীন যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১৬ জুলাই) সকাল ৯টার দিকে সুন্দরগঞ্জ পৌরসভার ৩নং ওয়ার্ডের বামনজল গ্রাম থেকে এ মরদেহ উদ্ধার করা হয়। মিলন মিয়া ওই গ্রামের মৃত রিয়াজুল হকের ছেলে।

স্থানীয়রা জানায়, মিলন মিয়া কয়েক বছর আগে মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েন। তখন থেকেই চিকিৎসকদের পরামর্শে তার চিকিৎসা চলছিল। শুক্রবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকের পরামর্শে হাসপাতাল থেকে তাকে বাড়িতে নিয়ে যায় তার স্বজনরা। শনিবার ভোরে তার ঘরে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থায় দেখতে পেয়ে পরিবারের লোকজন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঝুলন্ত লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) এম এ আজিজ মরদেহটি উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, মানসিক ভারসাম্যহীন যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

সারাবাংলা/একেএম

ঝুলন্ত লাশ উদ্ধার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর