নাইক্ষ্যংছড়িতে বিজিবির অভিযানে অস্ত্র ও মাদক উদ্ধার
১৬ জুলাই ২০২২ ১৮:৩৫ | আপডেট: ১৬ জুলাই ২০২২ ১৮:৩৯
বান্দরবান: নাইক্ষ্যংছড়ি উপজেলার পুট্টারঝিরি এলাকায় বিজিবি’র অভিযানে অবৈধ অস্ত্র, মদ এবং সিগারেট উদ্ধার করা হয়েছে।
গত ১৫ জুলাই শুক্রবার রাত ৩ ঘটিকায় নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) এর লেম্বুছড়ি বিওপি’র একটি বিশেষ টহল দল গোপন সংবাদের ভিত্তিতে বিওপি হতে আনুমানিক ৩ কিলোমিটার উত্তরে পুট্টারঝিরির উত্তর-পশ্চিম দিকে পাহাড়ের ঢালুতে ছড়ার পাশে পরিত্যক্ত বস্তা বন্দি অবস্থায় ডায়ানা ৩৫০ মেঘনাম T-০৬ গান ১টি, চাইনিজ রাইফেল (Lion Brand) ১টি, SBBL ১২ বোর ১টি, দেশীয় তৈরি পিস্তল ১টি, দেশীয় তৈরি একনলা বন্দুক ৮টি, বার্মিজ মদ (মার্ডালে রাম ৭০০ এমএল) ১২ বোতল, ১০ প্যাকেট বার্মিজ সিগারেট মালিকবিহীন পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে।
বিজিবি সূত্রে জানা যায় ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় অবৈধ অস্ত্র লেনদেন ও ব্যবহারের ব্যাপারে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য গোয়েন্দা কার্যক্রম চলমান রয়েছে।
নাইক্ষ্যংছড়ি-১১বিজিবির অধিনায়ক লে. কর্নেল রেজাউল করিম জানান, সীমান্ত এলাকায় অবৈধ অস্ত্র উদ্ধার এবং চোরাচালান প্রতিরোধে আভিযানিক ব্যবস্থা এবং যেকোনো সন্ত্রাসী কার্যক্রম রোধে বিজিবির এ ধরনের কার্যক্রম ও তৎপরতা অব্যাহত থাকবে।
সারাবাংলা/এমও