Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঝিনাইদহে ট্রাকের ধাক্কায় কৃষক নিহত, আহত ৪

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৬ জুলাই ২০২২ ১৬:৫৯

ঝিনাইদহ: কালীগঞ্জে ট্রাকের ধাক্কায় এক কৃষক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ৪ জন। শনিবার (১৬ জুলাই) সকালে ঝিনাইদহ-যশোর মহাসড়কের কালীগঞ্জ উপজেলার পিরোজপুরে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, সকালে বাড়ি থেকে সবজি নিয়ে আলমসাধুযোগে অন্যদের সঙ্গে উপজেলার বারোবাজার যাচ্ছিলেন খোসালপুর গ্রামের কৃষক লোকমান হোসেন। পথে পেছন দিক থেকে আসা একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে আলমসাধুটিকে ধাক্কা দেয়। এতে রাস্তায় ছিটকে পড়ে লোকমান হোসেনসহ আরও ৪ জন গুরুতর আহত হয়।

বিজ্ঞাপন

সেখান থেকে তাদের উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে নেওয়া হলে লোকমান মারা যান। আহতদের কালীগঞ্জ ও যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক।

সারাবাংলা/এমও

কৃষক নিহত ঝিনাইদহ ট্রাকের ধাক্কা

বিজ্ঞাপন

রাজশাহীতে পতন উড়ন্ত রংপুরের
২৩ জানুয়ারি ২০২৫ ১৭:০৭

আরো

সম্পর্কিত খবর