‘বিএনপি পতিত দল হলে ভয় কেন আপনাদের’
১৬ জুলাই ২০২২ ১৬:০১ | আপডেট: ১৬ জুলাই ২০২২ ১৭:৫০
ঢাকা: ‘বিএনপি পতিত দল হলে ভয় কেন আপনাদের?’- আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের উদ্দেশে এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।
শনিবার (১৬ জুলাই) জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ প্রশ্ন তোলেন। যশোর জেলা যুব দলের সিনিয়র সহ-সভাপতি বদিউজ্জামান ধনিকে হত্যার প্রতিবাদে ঢাকা মহানগর উত্তর এবং ঢাকা মহানগর দক্ষিণ যুবদল এ বিক্ষোভ সমাবেশ আয়োজন করে।
মির্জা আব্বাস বলেন, “আওয়ামী লীগের এক নেতা কাল বলেছেন বিএনপি নাকি পতিত দল। এই ‘পতিত’ শব্দের অর্থ আমি ভালো করে বুঝতে পারি নাই। তবে একটু একটু বুঝেছি। যিনি এই কথা বলেছেন, তার সঙ্গে আমরা একই সঙ্গে কারাগারে ছিলাম। তিনি প্রতিদিন কান্না করতেন। একদিন হঠাৎ করে বললেন ‘আমি আর কোনো দিন রাজনীতি করব না। আজ তিনি বলছেন বিএনপি পতিত দল।”
‘বিএনপি পতিত দল হলে ভয় কেন আপনাদের? আমাদের মিছিল-মিটিং করতে দিন। একটা পতিত দল মিছিল করবে, মিটিং করবে আপনাদের ভয়ের কী আছে?— বলেন মির্জা আব্বাস।
তিনি বলেন, ‘আমাদের নেত্রী অসুস্থ, কারাবন্দি। আমাদের নেতা তারেক রহমান অসুস্থ অবস্থায় ইংল্যান্ডে গিয়েছিলেন, চিকিৎসার পর এখন ভালো আছেন। কিন্তু তিনি এখন দেশে নাই। তাহলে কী দাঁড়াল ঘটনাটা? এই মুহূর্তে আমাদের সামনে আমাদের অভিভাবক নাই। তারপরও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি ভালোবাসা, তারেক রহমানের প্রতি একান্ত ভালোবাসার কারণে বিএনপি এখনও টিকে আছে, ভেঙে পড়ে নাই। কিন্তু আপনার নেত্রী যদি ভেগে যায়, এই আওয়ামী লীগকে খুঁজে পাওয়া যাবে?’
মির্জা আব্বাস বলেন, ‘উনারা (আওয়ামী নেতারা) দেশ থেকে পালানোর প্রস্তুতি নিচ্ছেন। কারণ, যত লুট, যত গুম, যত খুন তারা করেছে এর বিচার একটা একটা করে আমরা করব। যুদ্ধাপরাধীর বিচার যদি চল্লিশ বছর পরে হতে পারে, আপনাদের বিচারও চল্লিশ বছর পরে হবে, দরকার পড়লে মরণোত্তর বিচার হবে। এ দেশের মানুষকে যে কষ্ট আপনার দিয়েছেন, এই কষ্টের কথা মানুষ কোনো দিন ভুলবে না।’
বর্তমান সরকারের অধীনে বিএনপি আর নির্বাচনে যাবে না উল্লেখ করে তিনি বলেন, ‘ইলেক্ট্রিক ভোটিং মেশিন! আরে বোকা আমাদের চৌদ্দ পুরুষ যেভাবে ভোট দিয়েছে আমরা সেভাবেই ভোট দিতে চাই। ইভিএম বুঝি না আমরা, ইভিএম চিনি না আমরা, দরকার নাই। যেই ইভিএম বিশ্বব্যাপী প্রত্যাখাত হয়েছে, সেই ইভিএম দিয়ে নির্বাচন করতে চান। ইভিএম দিয়েই করেন আর যা দিয়ে করেন ব বিএনপি আপনাদের অধীনে নির্বাচন যাবে না, এটিই সঠিক।’
ঢাকা উত্তর যুবদলের আহ্বায়ক শফিকুল ইমলাম মিল্টনের সভাপতিত্বে, সদস্য সচিব মোস্তফা জগলুল পাশা পাপেল এবং দক্ষিণের সদস্য সচিব এনামুল হক এনার সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, যুব বিষয়ক সম্পাদক সাইফুল আলম নিরব, যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মামুন হাসান, সাধারণ সম্পাদক আব্দুল মোমেন মুন্না প্রমুখ।
সারাবাংলা/এজেড/একে