মির্জাপুরে সড়ক পারাপারের সময় বাসচাপায় ছেলে-মেয়েসহ মা নিহত
ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৬ জুলাই ২০২২ ১৫:০৫ | আপডেট: ১৬ জুলাই ২০২২ ১৭:২৪
১৬ জুলাই ২০২২ ১৫:০৫ | আপডেট: ১৬ জুলাই ২০২২ ১৭:২৪
টাঙ্গাইল: টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার পাকুল্যা এলাকায় রাস্তা পার হওয়ার সময় বাসচাপায় দুই সন্তানসহ এক মা নিহত হয়েছেন। শনিবার (১৬ জুলাই) দুপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মির্জাপুর উপজেলার বাঁশতৈল এলাকার মাসুদ মিয়ার স্ত্রী পারভীন বেগম (৩৫), ছেলে সুমন (১০) ও মেয়ে সাদিয়া (৮)।
মির্জাপুর থানার ওসি শেখ আবু সালেহ মাসুদ করিম জানান, ওই তিন পথচারী ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর উপজেলার পাকুল্যা এলাকায় রাস্তা পার হচ্ছিলেন। এ সময় দ্রুতগতির একটি যাত্রীবাহী বাস তাদের চাপা দেয়। ঘটনাস্থলেই শিশু সাদিয়া নিহত হয়। আহত অবস্থায় মা পারভীন বেগম এবং ছেলে সুমনকে কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক তাদেরও মৃত ঘোষণা করেন।
সারাবাংলা/এএম