Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রোববার থেকে ইসির সংলাপ, প্রথমদিন অংশ নিচ্ছে ৩ রাজনৈতিক দল

গোলাম সামদানী, স্পেশাল করেসপন্ডেন্ট
১৬ জুলাই ২০২২ ১৩:৩৮

ঢাকা : আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আগামীকাল (১৭ জুলাই) থেকে ৩৯টি নিবন্ধিত রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে বসতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। এই সংলাপ চলবে আগামী ৩১ জুলাই পর্যন্ত। তবে এই সংলাপে ৩৯টি নিবন্ধিত রাজনৈতিক দলের মধ্যে শেষ পর্যন্ত কতটি দল অংশ গ্রহণ করে তা নিয়ে সংশয়ে রয়েছে ইসি।

জানা গেছে, আগামীকাল ১৭ জুলাই ইসির সংলাপের প্রথমদিন পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী চারটি রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হয়। দল চারটি হল জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট-বিএনএফ, বাংলাদেশ কংগ্রেস ও বাংলাদেশ মুসলিম লীগ (বিএমএল)। কিন্তু প্রথম দিনের সংলাপে বাংলাদেশ মুসলিম লীগ (বিএমএল) ইসির সংলাপে অংশ গ্রহণ করছে না। ফলে ইভিএম ব্যবহার সংক্রান্ত বিষয়ে ইসির সংলাপের এবারও বেশ ১০/১২ টি রাজনৈতিক দল অংশ নিচ্ছে না বলে জানা গেছে। ইসি সূত্র সারাবাংলাকে নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

শনিবার (১৬ জুলাই) ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ সারাবাংলাকে বলেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইসির সংলাপ ১৭ জুলাই থেকে শুরু হচ্ছে। প্রথম দিন চারটি রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হলে বাংলাদেশ মুসলিম লীগ সংলাপে অংশ নেওয়ার বিষয়টি নিশ্চিত করেননি। তবে বাকি তিনটি দল সংলাপে আসার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘রাজনৈতিক দলগুলোর সঙ্গে কমিশনের সংলাপে মুক্ত আলোচনা হবে। ইসির পক্ষে থেকে সংলাপে কোনো এজেন্ডা রাখা হচ্ছে না। বরং সংলাপে কমিশন রাজনৈতিক দলগুলোর মতামত শুনবে। সংলাপে প্রতিটি দল থেকে সংলাপে সর্বোচ্চ ১০ জন করে প্রতিনিধি অংশ নিতে পারবেন।’

বিজ্ঞাপন

ইসি সূত্র জানায়, ১৭ থেকে ৩১ জুলাই পর্যন্ত নিবন্ধিত ৩৯টি রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ করবে নির্বাচন কমিশন (ইসি)। প্রথম দিন ১৭ জুলাই সকাল সাড়ে দশটায় জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন-এনডিএম এর সংঙ্গে বৈঠকের মধ্যে দিয়ে ইসির সংলাপ শুরু হবে। শেষ দিন ৩১ জুলাই বিকেল ৩টায় বাংলাদেশ আওয়ামী লীগ এর সঙ্গে বৈঠকের মধ্যে দিয়ে সংলাপ শেষ হবে।

ইসি সূত্র জানায়, ইসির সংলাপে বাংলাদেশ আওয়ামী লীগ, প্রধান বিরোধী দল জাতীয় পার্টি এবং অন্যতম বিরোধী দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি এই তিনটি রাজনৈতিক দলের সঙ্গে দুই ঘন্টা করে সংলাপ করবে কমিশন। অনগুলোর রাজনৈতিক দলগুলোর সাথে একঘণ্টা করে সংলাপ করবে ইসি।

ইসি সূত্র জানায়, আগামী ১৭ জুলাই (রোববার) সকাল সাড়ে দশটা থেকে সাড়ে ১১টা পর্যন্ত জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন, দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট-বিএনএফ, বিকেল আড়াইটা থেকে সাড়ে তিনটা পর্যন্ত বাংলাদেশ কংগ্রেস ও বিকেল ৪টা হতে ৫টা বাংলাদেশ মুসলিম লীগ (বিএমএল) সঙ্গে বৈঠক করবে ইসি।

সারাবাংলা/জিএস/একে

ইসি নির্বাচন কমিশন রাজনৈতিক দল সংলাপ

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর