Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আকাশ সাহার বাড়িতে ভাঙচুর-আগুন, বাড়তি পুলিশ-র‍্যাব মোতায়েন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৬ জুলাই ২০২২ ১২:২৩ | আপডেট: ১৬ জুলাই ২০২২ ১৪:৩৮

নড়াইল: মহানবি হজরত মোহাম্মদকে (সা.) নিয়ে ‘কটূক্তি’র অভিযোগে নড়াইলের লোহাগড়া উপজেলার দিঘলিয়া সাহা পাড়ার কলেজছাত্র আকাশ সাহার বাড়িসহ কয়েকটি বাড়ি ভাঙচুর ও একটি বাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।

শুক্রবার (১৫ জুলাই) রাতে এ ঘটনার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় বিপুলসংখ্যক পুলিশ ও র‌্যাব মোতায়েন করা হয়েছে। আকাশ সাহার বাবাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তবে ভাঙচুর ও অগ্নিসংযোগে জড়িত কাউকে এখনো আটক করা হয়নি।

বিজ্ঞাপন

পুলিশ সুপার প্রবীর কুমার রায় বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। আপাতত পরিস্থিতি স্বাভাবিক।

স্থায়ী সূত্রে জানা গেছে, মহানবিকে (সা.) নিয়ে ‘কটূক্তি’র বিষয়টি জানার পর শুক্রবার জুমার নামাজের পর স্থানীয় বিভিন্ন শ্রেণিপেশার মানুষ আকাশ সাহার গ্রেফতার ও বিচার দাবিতে তাদের বাড়ির সামনে বিক্ষোভ করেন। বিকেল থেকে উত্তেজনা আরও বাড়তে থাকে। একপর্যায়ে বিক্ষুদ্ধ লোকজন সাহাপাড়ার গোবিন্দ সাহা, তরুণ সাহা, দিলীপ সাহা, পলাশ সাহার বাড়িসহ ৫-৬টি বাড়িঘর ভাঙচুর করেন। এর মধ্যে গোবিন্দা সাহার বাড়িতে আগুন দেওয়া হয়। আগুনে ওই বাড়ির দুই রুমের টিনের ঘর পুড়ে গেছে। এছাড়া সাহাপাড়ার মন্দিরের চেয়ার ও সাউন্ডবক্স ভাঙচুর ইট ছুঁড়েছেন
বিক্ষুদ্ধরা।

দিঘলিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য প্রভাত কুমার ঘোষ বলেন, ফেসবুকে আকাশ সাহার ‘বিতর্কিত’ মন্তব্যের জের ধরে উত্তেজিত এলাকাবাসী তার বাড়িঘরে ভাঙচুর ও মন্দিরে হামলা করেছে। একটি বাড়িতে আগুন দিয়েছে।

লোহাগড়া থানার পরিদর্শক (তদন্ত) হারান চন্দ্র পাল জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে শটগানের কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোঁড়া হয়েছে। জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা এবং স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতাকর্মীরা ঘটনাস্থলে অবস্থান করছেন। আকাশের বাবাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। আকাশ সাহাকে আটকের চেষ্টা চলছে।

বিজ্ঞাপন

লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকতা আজগর আলী বলেন, অভিযুক্ত আকাশ কুমার সাহার পিতা অশোক কুমার সাহাকে পুলিশের হেফাজতে নিয়ে জিজ্ঞাদাবাদ চলছে।

খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মো. নজরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

সারাবাংলা/এএম

টপ নিউজ নড়াইল

বিজ্ঞাপন

‘আরও কঠিন পথ পারি দিতে হবে’
৯ জানুয়ারি ২০২৫ ২২:৫৬

আরো

সম্পর্কিত খবর