কাওরান বাজারে রিকশায় বাসের ধাক্কা, নিহত ১
১৬ জুলাই ২০২২ ১০:২৫ | আপডেট: ১৬ জুলাই ২০২২ ১৩:০৩
ঢাকা: রাজধানীর কাওরান বাজারে বাসের ধাক্কায় ইব্রাহীম বিশ্বাস (২০) নামে এক রিকশা আরোহী নিহত হয়েছেন। শনিবার (১৬ জুলাই) ভোর ৪টার দিকে এই দুর্ঘটনা ঘটে। এ সময় রিকশাচালক মো. জালাল (৬৫) আহত হন।
শাহবাগ থানার এস আই মো. শাহাবুদ্দিন জানান, ভোরে সোনারগাঁও হোটেলের সামনে রাস্তায় অজ্ঞাত একটি বাস রিকশাটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে রিকশা আরোহী যুবক ছিটকে পড়ে গেলে তার ওপর দিয়ে উঠে যায় বাসটি। খবর পেয়ে ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে হাসপাতাল নিয়ে যাওয়া হয়।
তিনি আরও জানান, ঘাতক বাসটি ঘটনার পরপরই পালিয়ে গেছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
ইব্রাহিমের বাড়ি বরিশাল জেলার উজিরপুর উপজেলায়। বাবার নাম সান্টু বিশ্বাস। বর্তমানে পুরান ঢাকার নাজিরাবাজার মামা কবির হোসেনের কাছে থাকতেন তিনি। ভোরে রিকশাযোগে যাচ্ছিলেন কাওরান বাজার।
নিহতের সহকর্মী মো. আব্দুল্লাহ জানান, নাজিরাবাজার চৌরাস্তায় আল বোখারী রেস্তোরা ম্যানেজার হিসেবে দেড় বছর ধরে কাজ করছিলেন আরিয়ান ইব্রাহিম বিশ্বাস। তার মামা কবির হোসেনের এই রেঁস্তোরার ভবনেই থাকতেন। সম্প্রতি সৌদি আরব যাওয়ার সব প্রস্তুতি শেষ করেন তিনি।
সারাবাংলা/এসএসআর/এএম