টাঙ্গাইলে সড়কের পাশে দাঁড়ানো ট্রাকে বাসের ধাক্কা, নিহত ৪
১৬ জুলাই ২০২২ ১০:১৩ | আপডেট: ১৬ জুলাই ২০২২ ১২:৪৮
টাঙ্গাইল: টাঙ্গাইলের মির্জাপুরে থেমে থাকা বালুভর্তি ট্রাকে যাত্রীবাহী বাসের ধাক্কায় কমপক্ষে চারজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও সাতজন। শনিবার (১৬ জুলাই) ভোর সাড়ে ৪টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের দুল্যা মনসুর এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
আহতদের মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে। অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।
গোড়াই হাইওয়ে থানার (ওসি) মোল্লা টুটুল জানান, সড়কের পাশে থেমে থাকা বালুভর্তি একটি ট্রাকে পেছনে ঢাকাগামী যাত্রীবাহী বিনিময় পরিবহনের একটি বাস ধাক্কা দিলে এ হতাহতের ঘটনা ঘটে। ঘটনাস্থলেই বাসের তিন যাত্রী নিহত হন। তাদের পরিচয় এখনো পাওয়া যায়নি।
দুর্ঘটনার পর ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ঢাকার দিকে যান চলাচল বন্ধ হয়ে যায়। যানজটে আটকা পড়ে কর্মস্থলগামী যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়। প্রায় দুই ঘণ্টা পর মির্জাপুর থানা পুলিশ রেকারের সাহায্যে দুর্ঘটনাকবলিত বাসটি সরিয়ে নিলে পৌনে সাতটার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।
সারাবাংলা/এএম