Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হিলিতে মাদক বিক্রেতার ছুরিকাঘাতে যুবকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৫ জুলাই ২০২২ ২৩:৫০

দিনাজপুর: হিলিতে মাদক বিক্রেতার ছুরিকাঘাতে বাতেন (৩৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। মৃত বাতেন পেশায় একজন রাজমিস্ত্রী ছিলেন।

শুক্রবার (১৫ জুলাই) রাত সাড়ে ৮টায় উপজেলার মধ্যবাসুদেবপুরের মাঠপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন হাকিমপুর থানার ওসি (তদন্ত) শরিফুল ইসলাম।

নিহত বাতেন (৩৫) হাকিমপুর উপজেলার মাঠপাড়া এলাকার মৃত আবু তালেবের ছেলে।

পরিবার সূত্রে জানা যায়, নিহতের ছোট ভাই ইনছান ও মাদক ব্যবসায়ী ইমনের মাঝে মাদক বিক্রির টাকা নিয়ে ঝামেলা চলছিলো। বিকেলে বাতেন বিষয়টি নিয়ে তাদের মীমাংসা করে দেন। সন্ধ্যায় আবারও কথা কাটাকাটির জের ধরে ইমন মোটরসাইকেলযোগে তিন জনকে সঙ্গে নিয়ে বাতেনকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। পরে স্থানীয়রা তাকে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

হাকিমপুর থানার ওসি (তদন্ত) শরিফুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। যারা এ ঘটনার সঙ্গে জড়িতদের আটকের জন্য মাঠে পুলিশ কাজ করছে। দ্রুত তাদের আটক করে আইনের আওতায় আনা হবে।’

তিনি আরও বলেন, ‘পরিবারের পক্ষ থেকে হাকিমপুর থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’

সারাবাংলা/এমও

ছুরিকাঘাত মাদক বিক্রেতা যুবকের মৃত্যু হিলি

বিজ্ঞাপন

৭ বছর পর মা-ছেলের সাক্ষাৎ
৮ জানুয়ারি ২০২৫ ১৬:৩৮

আরো

সম্পর্কিত খবর