স্ত্রী ও ২ মেয়েকে হত্যা করে পুলিশের কাছে আত্মসমর্পণ
ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৫ জুলাই ২০২২ ২১:২৮ | আপডেট: ১৬ জুলাই ২০২২ ১০:৫৯
১৫ জুলাই ২০২২ ২১:২৮ | আপডেট: ১৬ জুলাই ২০২২ ১০:৫৯
যশোর: অভয়নগর উপজেলাধীন চেঙ্গুটিয়া গ্রামের শালবাগাগে ঘাতক জহিরুল ইসলাম (৩৩) তার স্ত্রী সাবনা ইয়াসমিন বিথি (২৮), দুই কন্যা সন্তান সুমাইয়া (৯) ও সাঁথিয়াকে (২) গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করেছে। শুক্রবার (১৫ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, পারিবারিক কলহের জেরে এই হত্যাকাণ্ড হয়েছে। আসামির শ্বশুরবাড়ি অভয়নগরের সিদ্দিপাশায়। আসামি ও তার স্ত্রী- কন্যা শ্বশুরবাড়ি অভয়নগরের সিদ্দিপাশা থেকে ফেরার পথে এই হত্যাকাণ্ড ঘটায়।
হত্যার পর আসামি নিজেই কোতোয়ালি মডেল থানার বসুন্ধিয়া পুলিশ ক্যাম্পে আত্মসমর্পণ করে। ঘাতক জহুরুল সদর উপজেলার জগন্নাথপুর গ্রামের মশিয়ার রহমানের ছেলে। সে মাদকাসক্ত বলে স্থানীয়রা জানিয়েছে।
পুলিশ জানিয়েছে, ঘাতকের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা প্রক্রিয়াধীন।
সারাবাংলা/এমও