শিনজিয়াং সফরে ঐক্যের ডাক শি’র
১৫ জুলাই ২০২২ ২০:৪২ | আপডেট: ১৬ জুলাই ২০২২ ১১:০১
আট বছরের মধ্যে প্রথমবারের মতো চীনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় স্বশাসিত অঞ্চল শিনজিয়াং সফর করেছেন দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং। মঙ্গলবার থেকে শুরু হওয়া সফর শেষ হয়েছে শুক্রবার (১৫ জুলাই)। কমিউনিস্ট পার্টির স্থানীয় কর্মকর্তাদের সঙ্গে আলাপকালে ওই অঞ্চলের ক্ষুদ্র নৃ-তাত্ত্বিক জাতিগোষ্ঠীগুলোর মধ্যে ঐক্য ধরে রাখতে নিরাপত্তামূলক পদক্ষেপ নেওয়ার তাগিদ দেন তিনি।
এদিকে, যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো দীর্ঘদিন থেকে অভিযোগ করে আসছে ওই অঞ্চলের উইঘুর মুসলিম সংখ্যালঘুদের ওপর নিপীড়ন-গণহত্যা চালাচ্ছে চীন। বিবিসিসহ কয়েকটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যম শিনজিয়াংয়ের নির্যাতন ক্যাম্পের হৃদয়বিদারক দৃশ্য বিশ্ববাসীকে দেখিয়েছে। সম্প্রতি ফাঁস হওয়া কিছু গোপন নথি থেকে দেখা গেছে চীনের রাষ্ট্রীয় মদতে কীভাবে শিনজিয়াংয়ে সংখ্যালঘু মুসলিমদের ওপর নির্যাতন এবং গণহত্যা চালানো হচ্ছে। এর সঙ্গে স্বয়ং প্রেসিডেন্টেরও সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে। তবে বরাবরই উইঘুরদের ওপর নিপীড়নের অভিযোগ অস্বীকার করে আসছে চীন।
এবারের সফরে শি জিনপিং শিনজিয়াংয়ের বিভিন্ন এলাকায় তুলা চাষ, বাণিজ্যের সম্প্রসারণ এবং জাদুঘর পরিদর্শন করেন। এ নিয়ে চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভি ৩৪ মিনিটের খবর প্রচার করেছে। একইসঙ্গে, রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া ওই সফরের কিছু ছবি প্রকাশ করেছে। ছবিতে দেখা যাচ্ছে, মাস্কবিহীন শি জিনপিংকে ঘিরে রয়েছেন স্থানীয় বাসিন্দারা। তাদের অনেককেই উইঘুরদের ঐতিহ্যবাহী পোশাক পরা রয়েছেন।
সারাবাংলা/একেএম