Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বগুড়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত দশ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৫ জুলাই ২০২২ ২০:২৪

বগুড়া: শেরপুরে বগুড়া-ঢাকা মহাসড়কে শুক্রবার (১৫ জুলাই) বিকালে দু’টি বাসের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত এবং ১০ জন আহত হয়েছে। নিহতদের মধ্যে ১ জন নারী ও অপর ২ জন পুরুষ। তাদের বয়স ৩২ থেকে ৩৫ এর মধ্যে।

শুক্রবার সন্ধ্যা পর্যন্ত পুলিশ কারও পরিচয় জানতে পারেনি। আহতদের মধ্যে ৭ জন বগুড়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। দুর্ঘটনার পর মহাসড়কে প্রায় ১ ঘণ্টা যানবাহন চলাচাল বন্ধ থাকে।

শেরপুর থানা ও হাইওয়ে পুলিশ জানায়, বিকাল সাড়ে ৩টার দিকে শেরপুর উপজেলার ঘোগা ব্রিজের ওপর রংপুর থেকে ঢাকাগামী কালিয়কৈর ট্রাভেলস ও ঢাকা-নওগাঁগামী নওগাঁ ট্রাভেলস নামের দু’টি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অজ্ঞাত পরিচয়ের এক নারী (৩৪) ও এক পুরুষ (৩২) মারা যান।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে। আহতদের মধ্যে পরে আরও একজন বগুড়া মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায় বলে বগুড়া মেডিক্যাল ফাঁড়ি পুলিশ জানিয়েছে।

শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ এ কে এম বানিউল আলম জানান, ইদ উপলক্ষে ঢাকা থেকে আসা লোকাল রুটের বাসগুলো বেপরোয়া চলাচলা করছে। দু’টি বাস জব্দ করা হয়েছে। ময়নাতদন্ত শেষে নিহতদের লাশ পরিবারের কাছে হন্তান্তর করা হবে।

সারাবাংলা/এমও

টপ নিউজ বগুড়া মুখোমুখি সংঘর্ষ

বিজ্ঞাপন

রাজশাহীতে পতন উড়ন্ত রংপুরের
২৩ জানুয়ারি ২০২৫ ১৭:০৭

আরো

সম্পর্কিত খবর