Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পুকুরে ডুবে মামাতো-ফুপাতো বোনের মৃত্যু

স্পেশাল করেসপন্ডেন্ট
১৫ জুলাই ২০২২ ১৮:৩৭

প্রতীকী ছবি

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু হয়েছে। সম্পর্কে দুই শিশু মামাতো-ফুপাতো বোন।

শুক্রবার (১৫ জুলাই) দুপুরে উপজেলার চৌধুরী হাট শিকদার পাড়ায় এ ঘটনা ঘটে। পরে তাদের নগরীর পাঁচলাইশ থানাধীন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতরা হলেন- ইসরাত জাহান (৭) ও সুবর্ণা আক্তার (৭)।

স্বজনদের বরাত দিয়ে পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদেকুর রহমান সারাবাংলাকে জানান, পুকুরে গোসল করতে নেমে দুই শিশু পানিতে তলিয়ে যায়। স্বজনরা তাদের উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে আসেন। তবে তাদের বাঁচানো যায়নি।

হাসপাতালে আসা ইসরাতের চাচা মো. আলম জানিয়েছেন, পুকুরে জাল ফেলে অচেতন অবস্থায় তাদের উদ্ধার করা হয়। নিহত সুবর্ণাদের বাড়ি হাটহাজারী উপজেলার ফতেয়ারাদ সন্দ্বীপ কলোনিতে। সে সম্পর্কে ইসরাতের ফুফাত বোন। বৃহস্পতিবার মায়ের সাথে সুবর্ণা মামার বাড়িতে বেড়াতে গিয়েছিল।

সারাবাংলা/আরডি/এমও

পুকুরে ডুবে মামাতো-ফুপাতো বোনের মৃত্যু