Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দুর্ঘটনায় বিশ্ববিদ্যালয় ছাত্রীর মৃত্যু, আহত ৩ শিক্ষার্থী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৫ জুলাই ২০২২ ১৮:০৯ | আপডেট: ১৫ জুলাই ২০২২ ২০:০৩

নারায়ণগঞ্জ: সোনারগাঁওয়ে যাত্রীবাহী বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে মাহিমা নামে একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী নিহত হয়েছে। এসময় আহত হয়েছেন আরও তিন শিক্ষার্থী।

নিহত মাহিমা উপজেলার মাঝিপাড়া এলাকার মাহফুজুর রহমানের মেয়ে। শুক্রবার (১৫ জুলাই) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দড়িকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন- রাহাদ, আনান, ও কাজী। হতাহতরা সবাই রাজধানীর ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী।

শিক্ষার্থীরা জানান, সকালে ঢাকা আফতাবনগর থেকে শিক্ষার্থীরা মিলে দু’টি প্রাইভেটকারযোগে নারায়ণগঞ্জ পানাম সিটিতে আনন্দ ভ্রমণ করার উদ্দেশ্যে যাচ্ছিলেন। পথে দড়িকান্দি আসে যাত্রীবাহি বাসের সঙ্গে প্রাইভেটকারে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে চার জন আহত হয়। আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মাহিমাকে মৃত ঘোষণা করে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, ‘নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। আহতরা সবাই চিকিৎসাধীন রয়েছেন।’

সারাবাংলা/এমও

দুর্ঘটনা বিশ্ববিদ্যালয় ছাত্রীর মৃত্যু সোনারগাঁও

বিজ্ঞাপন

জীবন থামে সড়কে — এ দায় কার?
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৫২

বাসচাপায় ২ কলেজছাত্র নিহত
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৩৮

আরো

সম্পর্কিত খবর