সিরাজগঞ্জে ৭ বছরের শিশুকে ‘ধর্ষণের পর হত্যা’
১৫ জুলাই ২০২২ ১৫:৩৮ | আপডেট: ১৫ জুলাই ২০২২ ১৮:৩০
সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের দুর্গম চরাঞ্চল মহিষাহাটায় ৭ বছর বয়সী এক কন্যা শিশুকে ধর্ষণের পর হত্যা করে পুকুরের পানিতে ফেলে দেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
শুক্রবার (১৫ জুলাই) সকালে সদর উপজেলার কাওয়াকোলা ইউনিয়নের দুর্গম চরাঞ্চল মহিষাহাটা এলাকায় এ ঘটনাটি ঘটে। নিহত শিশু মাহমুদা খাতুন (৭) ওই গ্রামের রফিকুল ইসলামের মেয়ে।
নিহত শিশুর স্বজনরা জানান, বৃহস্পতিবার (১৪ জুলাই) বিকেলে মাহমুদা নিখোঁজ হয়। পুরো গ্রাম খুঁজেও তাকে পাওয়া যাচ্ছিল না। শুক্রবার সকালে পুকুরের মধ্যে হাঁটু পানিতে তার লাশ দেখতে পেয়ে উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। খবর পেয়ে পুলিশ হাসপাতালে এসে লাশ মর্গে পাঠায়।
তারা জানান, নিহত মাহমুদার দুটি হাতই ভেঙে ফেলা হয়েছে। নাকে রক্তের দাগ ছিল। তাকে কেউ ধর্ষণের পর হত্যা করেছে বলে মনে হয়েছে।
সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. সাজ্জাদ হোসেন বলেন, সুরুতহাল রিপোর্ট তৈরির কাজ চলছে। সুরুতহাল রিপোর্ট তৈরির পর ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে।
তিনি আরও বলেন, শিশুটির নাক দিয়ে রক্ত আসছে। তবে ধর্ষণের আলামত রয়েছে কিনা, সেটা পরে জানা যাবে।
সারাবাংলা/এএম