Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বান্দরবা‌নে জুম চাষি‌র গলা কেটে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৫ জুলাই ২০২২ ১০:৫৪ | আপডেট: ১৫ জুলাই ২০২২ ১৬:২৫

বান্দরবান: বান্দরবা‌নের জামছ‌ড়িতে জুম চাষি‌কে গলা‌ কে‌টে হত‌্যা করা হ‌য়ে‌ছে। নিহ‌তের নাম সুইচিং মং মারমা (৪০)। তিনি জামছ‌ড়ি এলাকার মৃত খিদু মারমার ছে‌লে।

শুক্রবার (১৫ জুলাই) গভীর রাত ২টার দি‌কে জামছ‌ড়ি ইউ‌নিয়‌নের বাঘমারা হেডম‌্যান পাড়ায় এ ঘটনা ঘ‌টে।

স্থানীয়রা জানায়, রাত ২টার সময় বান্দরবান সদর উপজেলার ৬ নং জামছড়ির বাঘমারা হেডম্যান পাড়ায় সুইচিং মং মারমার বা‌ড়ি‌তে ৩ জন ব‌্যক্তি‌ মুখোশ পড়া অবস্থায় ঢু‌কে হত‌্যা ক‌রে পা‌লি‌য়ে যায়।

বান্দরবান সদর থানার ওসি মো. র‌ফিকুল ইসলাম ব‌লেন, আমরা খবর পে‌য়ে ঘটনাস্থ‌লে এসে লাশ উদ্ধার ক‌রে‌ছি। ত‌বে এখ‌নো হত‌্যার কারণ জান‌তে পা‌রি‌নি। এ বিষ‌য়ে আইনানুগ ব‌্যবস্থা গ্রহণ করা হ‌বে ব‌লেও জানান তি‌নি।

সারাবাংলা/এএম

জুম চাষি‌ বান্দরবান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর