Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিরাজগঞ্জে অজ্ঞাত গাড়ি চাপায় নিহত ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৫ জুলাই ২০২২ ১০:৪১ | আপডেট: ১৫ জুলাই ২০২২ ১৭:৩০

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের তাড়াশে অজ্ঞাত গাড়ি চাপায় দাঁড়িয়ে থাকা পিকআপের চালকসহ ২ জন নিহত হয়েছেন বলে জানা গেছে।

শুক্রবার (১৫ জুলাই) ভোর ৫টার দিকে উপজেলার হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের মহিষলুটি এলাকার বড়বিল নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- চালক নাটোর জেলার গুরুদাসপুর থানার দত্তকানাই গ্রামের মৃত আব্দুল করিমের ছেলে পিকআপ কিরণ মৃধা (২৮) ও সিরাজগঞ্জ সদর উপজেলার রেলওয়ে কলোনীর মৃত দুলু শেখের ছেলে জাহাঙ্গীর আলম (৪৭)।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লুৎফর রহমান জানান, ভোররাতে মহিষলুটি এলাকায় পিকআপ চালক কিরণ মৃধা মাছের আড়তে আসার পথে তার পিকআপটি বিকল হয়ে যায়। পরে গাড়ি মেরামতের জন্য জাহাঙ্গীর আলমকে ডেকে নেন। দুজনে মিলে মহাসড়কের পাশে গাড়ি মেরামত করছিলেন। এ সময় অজ্ঞাত একটি গাড়ি তাদের দুজনকে চাপা দিলে ঘটনাস্থলেই দুজন নিহত হন।

তিনি জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করা হয়। এ সময় পরিবারের কোনো অভিযোগ না থাকায় তাদের লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়।

সারাবাংলা/এএম

টপ নিউজ সড়ক দুর্ঘটনা সিরাজগঞ্জ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর