ডোনাল্ড ট্রাম্পের প্রথম স্ত্রী ইভানার মৃত্যু
১৫ জুলাই ২০২২ ০৯:৫৯ | আপডেট: ১৫ জুলাই ২০২২ ১৫:৩৮
সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রথম স্ত্রী ইভানা ট্রাম্প মারা গেছেন। দুর্ঘটনাজনিত কারণে ৭৫ বছর বয়সী ওই নারীর মৃত্যু হয়েছে বলে ধারণা পুলিশের।
বিবিসি প্রতিবেদনে জানানো হয়, স্থানীয় সময় বৃহস্পতিবার নিউইয়র্ক সিটির নিজ বাড়ির সিঁড়ি থেকে অচেতন অবস্থায় ইভানা ট্রাম্পকে উদ্ধার করা হয়। পুলিশের ধারণা, তিনি পড়ে গিয়ে থাকতে পারেন।
নিজের প্রতিষ্ঠিত সামাজিক যোগাযোগ প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে এ খবর নিশ্চিত করে ডোনাল্ড ট্রাম্প লিখেছেন, ইভানা একজন চমৎকার, সুন্দর ও বিস্ময়কর নারী ছিলেন। তিনি একটি মহৎ ও অনুপ্রেরণামূলক জীবন কাটিয়ে গেছেন।
ডোনাল্ড ট্রাম্পের ৫ সন্তানের মধ্যে ৩ সন্তানে মা ইভানা। তারা হলেন- ডোনাল্ড জুনিয়র, ইভাঙ্কা ও ইরিক ট্রাম্প।
১৯৭৭ সালে চেক রিপাবলিকের মডেল ইভানাকে বিয়ে করেন ডোনাল্ড ট্রাম্প। ১৫ বছরের মাথায় ১৯৯২ সালে তাদের বিবাহ বিচ্ছেদ হয়। তার দ্বিতীয় স্ত্রী মার্লা ম্যাপলস। ট্রাম্প তৃতীয় বিয়ে করেন মেলানিয়াকে। মেলানিয়া হয়েছিলেন যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি।
সারাবাংলা/এএম